রোববার সকালে এই ভয়াবহ ঘটনা ঘটে। গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যূত করে সেনা ক্ষমতা দখল করে। তারপর থেকে মিয়ানমারে সেনার বিরুদ্ধে সমানে বিক্ষোভ চলছে। রোববার সকালে ইয়াংগনে এমনই একটি বিক্ষোভ চলছিল। সেখানেই সেনা সোজা একটি ট্রাক চালিয়ে দেয়। ট্রাকের ধাক্কায় যারা ছিটকে পড়েন, তাদের পেটায় সেনা।
সেনার হাতে এই নিয়ে এক হাজার তিনশর বেশি প্রতিবাদকারী মারা গেলেন।
রয়টার্সকে এক বিক্ষোভকারী জানিয়েছেন, ''সেনার ট্রাক আমাকে আঘাত করে। আমি পড়ে যাই। তারপর এক সেনা আমায় রাইফেল দিয়ে মারার চেষ্টা করে। আমি রাইফেল ধরে তাকে ঠেলে সরিয়ে দিই। তারপর সে গুলি চালায়। সৌভাগ্যক্রমে আমি বেঁচে গেছি।''
-
মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত, পুলিশি তাণ্ডবও
অদম্য বিক্ষোভকারীরা
পুলিশের গুলিতে তারা মারা যাচ্ছেন, আহত হয়ে হাসপাতালে যেতে হচ্ছে। তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তা সত্ত্বেও অদম্য বিক্ষোভকারীরা। সেনা-শাসন মানতে নারাজ তারা। সু চি সহ আটক নেতাদের মুক্তি চান তারা।
-
মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত, পুলিশি তাণ্ডবও
মুখোমুখি
বিক্ষোভকারী ও রায়ট পুলিশ মুখোমুখি। বিক্ষোভকারীরা নিরস্ত্র। তারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে চান। কিন্তু পুলিশ তাদের বিক্ষোভ বরদাস্ত করছে না।
-
মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত, পুলিশি তাণ্ডবও
ইয়াঙ্গনের ছবি
পুলিশের তাণ্ডবের পর ইয়াঙ্গনে পিছু হঠছেন বিক্ষোভকারীরা। লাঠি, গ্যাস, গুলির পর তারা পালাতেও বাধ্য হচ্ছেন।
-
মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত, পুলিশি তাণ্ডবও
বিক্ষোভকারীদের কৌশল
বিক্ষোভকারীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে পুলিশের মোকাবিলা করছে। প্রচুর ধোঁয়া হচ্ছে। পুলিশ যাতে পালায় তার জন্য এই কৌশল নেয়া হয়েছে।
-
মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত, পুলিশি তাণ্ডবও
রেললাইন অবরোধ
নিয়মিত রেললাইন অবরোধ করছেন বিক্ষোভকারীরা। পুলিশ অবশ্য সেখানেও বিক্ষোভকারীদের আক্রমণ করছে।
-
মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত, পুলিশি তাণ্ডবও
পুলিশ আরো সহিংস
বিক্ষোভকারীদের মোকাবিলায় পুলিশি সহিংসতা সীমা ছাড়িয়ে যাচ্ছে। প্রথমে তারা লাঠি ও গ্যাস ব্যবহার করছিল। তারপর রবার বুলেট। এখন তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রায় প্রতিদিন গুলি চালাচ্ছে। তাতে রোজ বিক্ষোভকারীরা মারা যাচ্ছেন।
-
মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত, পুলিশি তাণ্ডবও
গুলি এড়ানোর চেষ্টায়
পুলিশ গুলি চালাতেই মাটিতে শুয়ে পড়ছেন বিক্ষোভকারীরা। তবে এইভাবে যে সবসময় গুলি এড়ানো যাচ্ছে তা নয়।
-
মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত, পুলিশি তাণ্ডবও
কাঁদানে গ্যাসের ধোঁয়া
পুলিশ এমন কাঁদানে গ্যাস ছুড়ছে যে, ধোঁয়ায় ভরে যাচ্ছে চারপাশ। কাঁদানে গ্যাসের ধোঁয়াতেও বহু বিক্ষোভকারী অসুস্থ হয়েছেন।
-
মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত, পুলিশি তাণ্ডবও
বাসিন্দাদের অবরোধ
পুলিশ যাতে ঢুকে পড়ে তাণ্ডব না করতে পারে, সে জন্য আবাসিক এলাকায় এভাবেই অবরোধ তৈরি করেছেন স্থানীয় বাসিন্দারা।
-
মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত, পুলিশি তাণ্ডবও
নিন্দায় গোটা বিশ্ব
নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর যে অত্যাচার চলছে, তার নিন্দায় জাতিসংঘ থেকে শুরু করে প্রায় গোটা বিশ্ব। তারপরেও পুলিশি তাণ্ডব কমছে না।
ঘটনাস্থলের ফটো ও ভিডিও থেকে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীদের সঙ্গে বড় বড় ব্যানার ছিল। তাদের উপর দিয়ে সেনা ট্রাক চালিয়ে দেয়। রাস্তার ধারে বেশ কিছু দেহ পড়ে থাকতে দেখা গেছে। তারপর ট্রাক ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য বিক্ষোভারীদের দিকে যায়। ট্রাকের ধাক্কায় পড়ে থাকা তিনজনকে সেনা পেটায়।
একজন সাংবাদিক সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন, ''বিক্ষোভকারীদের কাছে আসার পর ট্রাকটি গতি বাড়িয়ে দেয়। তারপর সেনা ট্রাক থেকে লাফিয়ে নামে। গুলি চালাতে থাকে।''
ঘটনাস্থলের ছবি।
এরপরে ইয়াংগনে সন্ধ্যায় আরেকটি প্রতিবাদ হয়েছে।
বিরোধীদের নিন্দা
বিরোধী দলগুলিকে নিয়ে গঠিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জানিয়েছে, ''এটা মন ভেঙে দেয়ার মতো ঘটনা। সেনা অমানবিক ও বর্বরোচিত আচরণ করেছে। শান্তিপূর্ণ প্রতিবাদে তারা যেভাবে মানুষকে মেরেছে, তা মেনে নেয়া যায় না।''
সেনার তরফ থেকে জানানো হয়েছে, যারা উসকানি দিচ্ছিল, তাদেরই মারা হয়েছে।
জিএইচ/এসজি (রয়টার্স, এএফপি)