1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারে বন্দি সুচি, সামরিক অভ্যুত্থানের আশঙ্কা

১ ফেব্রুয়ারি ২০২১

মিয়ানামারের নেত্রী অং সান সুচিসহ তার দলের বেশ কয়েকজন নেতাকে আটক করেছে দেশটির সামরিক বাহিনী। দলের এক মুখপাত্র এমন তথ্য জানিয়েছেন। সম্ভাব্য সামরিক অভ্যুত্থানের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

https://p.dw.com/p/3oeRt
Niederlande Den Haag | Gerichtsverhandlung | Aung San Suu Kyi
ছবি: Reuters/E. Plevier

সোমবার ভোরে সুচির দল ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ রাতে সুচিকে আটক করা হয়। দলটির অন্য নেতাদেরও ‘নিয়ে যাওয়া' হয়েছে।আটকদের মধ্যে প্রেসিডেন্ট উইন মিন্টও রয়েছেন৷ মুখপাত্র মিউ নিউন্ট এসব তথ্য জানানোর পাশাপাশি নাগরিকদেরকে দ্রুত কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আইন মেনে চলার আহবান জানিয়েছেন।

তিনি নিজেও আটক হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। ‘'এখন যা ঘটছে, তাতে সামরিক বাহিনী অভ্যুত্থানের পরিকল্পনা করছে বলে আমরা আশঙ্কা করছি,” বলেন তিনি।

তবে এসব বিষয়ে সামরিক বাহিনীর কারো বক্তব্য পাওয়া যায়নি।

এফএস/এসিবি (রয়টার্স, এএফপি)