dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
মিয়ানমারের ফাঁস হওয়া একটি নথি থেকে জানা গেছে, সেনা অভ্যুত্থান সমর্থন না করায় বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত অন্তত ১০০ কৃটনীতিককে বরখাস্ত করেছে মিয়ানমার সামরিক জান্তা৷ এই তালিকায় সবশেষ যুক্ত হয়েছেন দেশটির টোকিও দূতাবাসে কর্মরত দুই কূটনীতিক৷