মঙ্গলবার ত্রিপক্ষীয় এই বৈঠকের পর পররাষ্ট্র সচিব বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন অনেক ফ্যাক্টরস আছে, এসব মাথায় রেখে, ইতোপূর্বে যেহেতু দুইটা ডেট দিয়ে আমরা সফল হতে পারিনি, এখন সেগুলো থেকে শিক্ষা নিয়ে কীভাবে সফল হওয়া যায়, সেই চেষ্টাই থাকবে আমাদের৷ ব্যক্তিগতভাবে আমি কশাসলি অপটিমিস্টিক, আমাদের ডিপ্লোমেটিক ভাষায় বলে- আমরা চেষ্টা করে যাব, উইথ অল আওয়ার হার্ট অ্যান্ড সৌল৷”
দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী ১০ লাখের বেশি মানুষকে নিয়ে যেতে কয়েক বছর লেগে যাবে, তাছাড়া গত তিন বছরে ৯০ হাজার নতুন শিশুর জন্মগ্রহণ করার কথাও জানান তিনি৷ তার মতে, এ ব্যাপারে দ্রুত কাজ করার কোনো বিকল্প নেই৷
রোহিঙ্গা সংকট নিয়ে দেড় ঘন্টার সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লুও জাওহুই এবং মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা উপমন্ত্রী হাউ দো সুয়ান৷
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব৷
বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে তাদের ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে বলে মাসুদ বিন মোমেন জানান ৷ গ্রাম বা অঞ্চলভিত্তিক প্রত্যাবাসন নিয়ে শেষের দিকে একটা ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে পাইলট আকারে (প্রত্যাবাসন) করার কথা ছিল, সেটার আলোকে শুরু হবে বলে তিনি জানান৷
ছয় দফায় মোট ৮ লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার, যার মধ্যে ৪২ হাজারের ভেরিফিকেশন করেছে মিয়ানমার৷ রাখাইনে আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক অংশগ্রহণে চীনের দিক থেকে বক্তব্য এলেও মিয়ানমার এ বিষয়ে কিছু উল্লেখ করেনি বলে জানান পররাষ্ট্র সচিব৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে যত অভিযোগ
মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগ
গত মে মাসে আন্তর্জাতিক গণমাধ্যমে খুব গুরুত্ব পেয়েছিল খবরটি৷ রমজান মাসে একাধিক সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে চার ব্যক্তিকে আটক করে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী৷ আটককৃতদের মধ্যে দু’জন ছিলেন রোহিঙ্গা৷ পুলিশ জানায়, রোজার সময় কুয়ালালামপুর এবং আশেপাশের এলাকায় অনেক মানুষকে হত্যা ও সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল ওই চারজন৷ আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে যত অভিযোগ
জার্মান সাংবাদিকদের উপর হামলা
গত ফেব্রুয়ারিতে মা ও দুই শিশু কন্যাকে অপহরণের অভিযোগ তুলে কক্সবাজারের উখিয়ায় তিন জার্মান সাংবাদিকসহ চার ব্যক্তির ওপর হামলা চালায় রোহিঙ্গারা৷ হামলার সময় সাংবাদিকদের গাড়ি ভাংচুর করে লুটপাট চালানো হয়৷আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে যত অভিযোগ
মাদক পাচারে রোহিঙ্গা
দু’ দিন আগে টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করে কোস্টগার্ড জওয়ানেরা৷ এমন খবর এর আগেও এসেছে সংবাদমাধ্যমে৷ আরো জানতেক ওপরের + চিহ্নে ক্লিক করুন...
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে যত অভিযোগ
হামলা, হত্যাসহ নানা অপরাধ
রোহিঙ্গাদের হামলা, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়ানোর খবর আসছে ২০১৭ সাল থেকে৷ সে বছর এক মাসে রোহিঙ্গাদের অন্তত ৩০টি অপরাধের ঘটনা রেকর্ড করে টেকনাফ ও উখিয়া থানা৷ রোহিঙ্গাদের হামলায় তখন কমপক্ষে দু’জন পুলিশও আহত হয়৷ আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে যত অভিযোগ
বৌদ্ধদের ঘরে আগুন লাগানোর চেষ্টা
এক বৌদ্ধ তরুণ ফেসবুক পোস্টে কোরানের অবমাননা করেছেন— এমন অভিযোগ তুলে ২০১২ সালে রামুতে ৩০০ বছরের পুরোনো এক বৌদ্ধ মন্দিরে হামলা চালানো হয়৷ জ্বালিয়ে দেয়া হয় সেই মন্দির৷ স্থানীয় বৌদ্ধরা তখন থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ রাতে বৌদ্ধদের বাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছে অনেকবার৷ এ অব্স্থায় বৌদ্ধঅধ্যুষিত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়েছে৷ আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে যত অভিযোগ
ক্রসফায়ারে রোহিঙ্গা ‘সন্ত্রাসী’
সম্প্রতি পুলিশ জানায়, গত দুই বছরে কক্সবাজার এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে ৩৩ জন রোহিঙ্গা৷ পুলিশের দাবি, নিহতরা বিভিন্ন ধরনের অপরাধকর্মে জড়িত ছিলেন৷ তবে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস বলেছে, ওই ৩৩ জন ক্যাম্পের বাইরে নিহত হয়েছেন বলে তারা রোহিঙ্গা কিনা সে বিষয়টি নিশ্চিত নয়৷আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে যত অভিযোগ
রোহিঙ্গা শিবিরে খুন
মাতৃভূমি মিয়ানমার ছাড়তে বাধ্য হয়ে বাংলাদেশে মানবিক আশ্রয় পাওয়া রোহিঙ্গারা ক্যাম্পের ভেতরেই বিভিন্ন সময় অপরাধে জড়িয়েছে৷ গত দু’ বছরে ক্যাম্পের ভেতরেই খুন হয়েছে ৪৩ জন৷আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে যত অভিযোগ
দেহব্যবসায় রোহিঙ্গা নারীরা
রোহিঙ্গাদের অসহায়ত্বের সুযোগও নিচ্ছেন অনেকে৷ ফলে কক্সবাজারে দেহব্যবসায় জড়িয়ে পড়েছেন অনেক রোহিঙ্গা মেয়ে৷আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে যত অভিযোগ
মোবাইল ব্যবহার
রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা, আইন-শৃংখলা রক্ষা ও জনসুরক্ষার স্বার্থে রোহিঙ্গাদের আর মোবাইল ব্যবহারের সুযোগ না দেয়ার জন্য অপারেটরদের নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোহিঙ্গাদের কাছে অন্তত পাঁচ লক্ষ মোবাইল রয়েছে৷আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে যত অভিযোগ
ধ্বংসের মুখে কক্সবাজারের বন
গত এপ্রিলে ‘অ্যামেরিকান অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স' সাময়িকীতে ‘রোহিঙ্গা শরণার্থী এবং পরিবেশ' শীর্ষক এক প্রবন্ধে জানানো হয় ২০১৭ সালে সাড়ে সাত লাখ রোহিঙ্গা আসার পর টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য, হিমছড়ি ও ইনানী জাতীয় উদ্যানের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে৷ এতে দুই হাজার হেক্টর বন ধ্বংস হয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে৷আরো জানতে ওপরের + চিহ্নে ক্লিক করুন...