যেখানে নিষিদ্ধ
ইউনিসেফ শিশুদের জকি বানানোর প্রবণতা রোখার চেষ্টা করে যাচ্ছে অনেক দিন ধরে৷ কিছু ক্ষেত্রে সফলও হয়েছে তারা৷সংযুক্ত আরব আমীরাতে শিশু জকি নিষিদ্ধের চেষ্টা শুরু করেছিল ১৯৯৩ সালে৷ অনেক আপত্তি, বাধা-বিপত্তি পেরিয়ে সেখানে সাফল্যও এসেছে৷ সংযুক্ত আরব আমীরাতে ২০০২ সাল থেকে শিশুদের জকি বানানো নিষিদ্ধ৷২০০৯ সালে ৮৭৯ জন সাবেক জকিকে ক্ষতিপূরণও দিয়েছে সে দেশের সরকার৷ ২০০৫ সাল থেকে কাতারে শিশু জকি নিষিদ্ধ৷৷