1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারে মার্কিন সাংবাদিকের ১১ বছরের জেল

১২ নভেম্বর ২০২১

মিয়ানমারের একটি আদালত শুক্রবার মার্কিন সাংবাদিক ডেন ফেনস্টারকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে বলে তার আইনজীবী ও চাকরিদাতা প্রতিষ্ঠান জানিয়েছে৷ যুক্তরাষ্ট্র তাকে মুক্ত করার চেষ্টা করছিল৷

https://p.dw.com/p/42uoU
Myanmar Danny Fenster US Journalist
ছবি: Family courtesy/AP Photo/picture alliance

৩৭ বছর বয়সি ফেনস্টার ‘ফ্রন্টিয়ার মিয়ানমার' নামের একটি অনলাইন ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক৷ তাকে উসকানি দেয়া এবং অভিবাসন ও বেআইনি সম্পৃক্ততা আইন লঙ্ঘনের দায়ে এই শাস্তি দেয়া হয় বলে ম্যাগাজিন কর্তৃপক্ষ জানিয়েছে৷ এসব আইনে সবচেয়ে কঠোর যে শাস্তির বিধান রয়েছে সেটাই ফেনস্টারকে দেয়া হয়েছে বলেও জানিয়েছে তারা৷

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের অভ্যুত্থানের পর কয়েক ডজন সাংবাদিকসহ হাজার হাজার মানুষকে আটক করা হয়৷ এইসময় গণমাধ্যমের লাইসেন্স বাতিলসহ ইন্টারনেট ও স্যাটেলাইট সম্প্রচারের বাধা দেয়া হয়েছে৷ অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে প্রাণ হারান প্রায় ১,২০০ মানুষ৷

সম্প্রতি কয়েকজন সাংবাদিকসহ আটক অনেককে মুক্তি দিয়েছিল মিয়ানমার৷

সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারে কারাদণ্ড পাওয়া প্রথম পশ্চিমা সাংবাদিক হলেন ফেনস্টার৷ গত মে মাসে মিয়ানমার ছাড়ার চেষ্টার সময় তাকে আটক করা হয়৷ এরপর থেকে তিনি ইয়াঙ্গনের কুখ্যাত ইনসেইন কারাগারে বন্দি আছেন৷

এ সপ্তাহের শুরুতে ফেনস্টারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে৷ প্রতিটি অভিযোগের শাস্তি হিসেবে সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে৷

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ফেনস্টারের আটককে ‘খুব অন্যায়' বলে মন্তব্য করেছিল৷ তাকে অবিলম্বে মুক্তি দিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বানও জানানো হয়েছিল৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)