dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
নারীদের ছোট্ট একটি পরিধেয়: একাধারে তারুণ্য ও নারীবাদের প্রতীক; অপরদিকে অশালীন ও অশ্লীল বলে রক্ষণশীলদের চক্ষুশূল৷ এক টুকরো বস্ত্রই শুধু নয়, বিংশ শতাব্দীর সামজ ও সংস্কৃতির একটি মাইল ফলকও বটে৷ এরই নাম মিনি বা মিনিস্কার্ট৷