সাপ-কুমিরের সঙ্গে বসবাস
26.09.2018
ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় নঁতে শহরের কাছে এক বাড়িতে সাপ, কুমিরসহ ৪০০ সরীসৃপ নিয়ে থাকেন ফিলিপ্পে গিলেট৷ তাঁর কফি টেবিলে থাকে গোখরা, বাগানে ঘোরে ৫০ কেজির কচ্ছপ, সাত ফুট লম্বা কুমির ঘুমায় তাঁর বিছানায়, আরেকটি নজর রাখে দরজায়৷