বুর্কিনি পার্টি করে মুসলিম নারীদের প্রতিবাদ
29.08.2016
বুর্কিনির ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদের বেলজিয়ামের মুসলিম নারীরা অভিনব এক ‘পার্টি’ করেছেন৷ সেই পার্টিতে কেউ পরে এসেছিলেন নিকাব, কেউ বিকিনি, কেউ বা বুর্কিনি৷ সবাই সমস্বরে বলেছেন, ‘‘আমরা নারী, আমরা স্বাধীন৷’’ দেখুন ছবিঘরে...