1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাসব্যাপী আন্দোলন কর্মসূচী বিএনপি’র

১৮ ফেব্রুয়ারি ২০১০

সারাদেশে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি৷

https://p.dw.com/p/M5Ac
খালেদা জিয়া মার্চে পল্টনে ভাষণ দেবেনছবি: Mustafiz Mamun

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিএনপি নেতারা এ ঘোষণা দেন৷ মার্চের যেকোন দিন পল্টনে মহাসমাবেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া৷

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে মুক্তাঙ্গনে সমাবেশের আয়োজন করে বিএনপি৷ সমাবেশে নেতারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এখন থেকে বিরোধী দলের ওপরে আক্রমণের জবাব রাস্তাতেই দেবে বিএনপি৷ বিএনপির যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন৷ তিনি জানান, ২৩শে ফেব্রুয়ারী উপজেলা, জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে৷ পরদিন সারাদেশে গণসংযোগ৷ এরপর ছয় বিভাগীয় শহরে সমাবেশ৷ মার্চে ঢাকায় পল্টন ময়দানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পরবর্তী আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবেন৷

Bangladesch Demonstration in Dacca Demonstranten
মাসব্যাপী আন্দোলন কর্মসূচী ঘোষণাছবি: AP

বর্তমান সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে নেতৃবৃন্দ বলেন, এই সরকার গণতন্ত্র চায় না৷ এ কারণেই বিরোধী দলকে দমন করে বাকশালি শাসন প্রতিষ্ঠা করতে চায়৷ নেতারা জিয়ার লাশ নিয়ে সরকারের মন্ত্রী, এমপিদের কটুক্তি এবং বিভিন্ন স্থাপনা থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার তীব্র সমালোচনা করেন৷ বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটান হবে৷

সমাবেশ শেষে একটি মিছিল মুক্তাঙ্গন থেকে বিএনপি অফিসের দিকে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ে৷ এসময় দু‘পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে৷ কিছু গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়৷ ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজনকে আটক করেছে৷

অন্যদিকে, সারাদেশের জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : আবদুস সাত্তার