1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালয়েশিয়ায় প্রথম সমকামী নির্ভর ছবির মুক্তি

১ এপ্রিল ২০১১

মালয়েশিয়ায় সমকামিতা অবৈধ এবং এর শাস্তি সর্বোচ্চ ২০ বছর৷ কোনো গণমাধ্যমে সমকামিতা বিষয়ে ইতিবাচক তথ্য প্রকাশ হলেও সেটা অপরাধ বলে গণ্য হয়৷ এর জন্য জরিমানা হতে পারে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা৷

https://p.dw.com/p/10ldE
ছবি: AP

যে দেশের অবস্থা এমন সেখানেই মুক্তি পেয়েছে সমকামিতা নির্ভর একটি ছবি৷ আর মাত্র পাঁচ দিনেই সেটা আয় করে ফেলে প্রায় দুই কোটি ৪০ লক্ষ্য টাকা৷ অর্থাৎ বক্স অফিস হিট৷

কিন্তু বেঁকে বসেছেন দেশটির বিরোধী রক্ষণশীল একটি দলের এক সাংসদ৷ তিনি ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন৷

ছবিটির নাম ‘ডালাম বোটল' মানে বোতলের ভিতর৷ কাহিনীটা এরকম - একজন সমকামী পুরুষ তার ভালবাসার মানুষটির জন্য লিঙ্গ পরিবর্তন করতে চায়৷ পরে অবশ্য সে মত পরিবর্তন করে৷ এবং ফিল্মের শেষে দেখা যায় সে একটি মেয়ের প্রেমে পড়ে৷

ছবির পরিচালক রাজা আজমি রাজা সুলাইমান বলছেন ফিল্মে তিনি সমকামিতার নেতিবাচক দিকটিই দেখাতে চেয়েছেন৷

কিন্তু রাজনৈতিক ঐ নেতার দাবি, ছবিতে সমকামী জীবন সম্পর্কে অনেক কিছু দেখানো হয়েছে যেটা ঠিক নয়৷ তিনি বলেন এই বিষয় ছাড়াও আরও অনেক ব্যাপার আছে যেটা নিয়ে ছবি হতে পারে৷ যেমন মাদক নেয়া৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা