অন্যরকম ইউরোপ – প্যারিস
16.07.2018
| 01:30 মিনিট
ইউরোপ মানেই নানা দেশ, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও লম্বা একটা ইতিহাস৷ রেনেসাঁ থেকে শুরু করে আজকের এই আধুনিক যুগেও ইউরোপ যেন পথের দিশারি, গণতন্ত্র, সার্বভৌমত্বের প্রতীক৷ তবে এখানে সংস্কতির সংমিশ্রণও ঘটেছে, ঘটে চলেছে৷ দেখুন নতুনরূপে প্যারিসকে৷