কার্বন-ডাই-অক্সাইড দিয়ে তৈরি জুতা, মোজা!
14.02.2022
| 03:44 মিনিট
জার্মানি-ভিত্তিক কোভেস্ট্রো নামের কোম্পানি কার্বন-ডাই-অক্সাইডের মতো দূষণকারী গ্যাসকে প্রায় যে কোনো বস্তুতে রূপান্তর করতে পারে৷ বিছানার তোশক, চিকিৎসা সরঞ্জাম, মোজা, জুতা, গাড়ির সিট, মোবাইল ফোনের কেস, ইনসুলেশন, মেঝে থেকে শুরু করে দীর্ঘ সেই তালিকা৷