‘বাজেটে অনেক প্রতিশ্রুতি আছে, বাস্তবায়নের সড়ক ভাঙা’
03.06.2021
| 26:57 মিনিট
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস এর মহাপরিচালক ড. বিনায়ক সেন মনে করেন, সংবিধানে যেমন সমাজের আশা আকাঙ্খা রয়েছে তার প্রতিফলন নেই বাজেটে৷ এই অর্থনীতিবিদের মতে বাজেটে ভাল কথার সমাহার আছে, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সড়ক ভাঙ্গা৷ সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা, সামাজিক নিরাপত্তা ব্যয়ে দুর্নীতি, বৈষম্য, প্রবৃদ্ধির লক্ষ্যসহ বিভিন্ন বিষয়ে৷