রঙিন সুতোয় মোড়া বড় ক্যানভাস
08.08.2019
| 03:15 মিনিট
মায়ের হাতে বোনা রঙিন সুতার কাজ করা কাপড়, রুমাল কতো স্মৃতিই না মনে করিয়ে দেয় আমাদের৷ কিন্তু প্রযুক্তি যতোই উন্নত হচ্ছে, হাতে করা সুতার কাজ দিন দিন হারাতেই বসেছে৷ স্পেনের এক শিল্পী সেই স্মৃতিকে ফিরিয়ে আনছেন৷ তবে পরনের কাপড়ে নয়, বরং ঘরের সাজসজ্জায় ব্যবহার করছেন বিশাল আকৃতির সব হাতে বোনা শিল্প৷ ফুটিয়ে তুলছেন রঙিন ফুল, ফল, লতাপাতা৷