ঢাকার রাস্তায় শিশু মাদকাসক্ত বাড়ছে 30.07.2019
| 01:44 মিনিট
ঢাকার রাস্তার পথশিশুরা আজ মাদকাসক্তির প্রভাবে ধ্বংস হতে চলেছে৷ পলিথিন মুখে দিয়ে, গাঁজা বা অন্য মাদকদ্রব্য সেবন করে নষ্ট হতে চলেছে তাঁদের বোধ, বুদ্ধি, সুস্থ চিন্তা করবার মানসিকতা৷ মাদকের টাকা যোগাড়ে তারা শিখছে চুরি, ছিনতাই - অসৎ পথে টাকা উপার্জন৷