রংপুরের চর এলাকায় অন্যতম বাহন ঘোড়ার গাড়ি
21.09.2021
| 02:24 মিনিট
রংপুরের প্রত্যন্ত চর এলাকাগুলোতে চলাচল ও যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ায় কৃষকরা অনেকদিন ধরেই সীমাহীন দুর্ভোগে ভুগছিলেন৷ চাষের নানা উপকরণ যেমন বীজ, কীটনাশক, ফসল ও নানান সবজি, ধান, গম আনা-নেওয়াতে ছিল অপরিসীম সীমাবদ্ধতা৷ চাইলেই বাজারে আসা-যাওয়া সম্ভব ছিল না৷