টাকা তো হাতছাড়া হয়ে গেছে: পরিকল্পনামন্ত্রী 12.06.2022
| 02:47 মিনিট
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার ব্যক্তিগত ধারণা টাকা ফেরত আনা কঠিন হবে৷ টাকা তো হাতছাড়া হয়ে গেছে, দেশের টাকা বিদেশে চলে গেছে, সরকার ট্যাক্স পায়নি৷ সরকার তো নিরুপায়৷ অসহায় বলব না, মরিয়া হয়ে চেষ্টা করছে৷