মার্কিন রাষ্ট্রযন্ত্রে অচলাবস্থা, বাতিল ওবামার সফর | বিশ্ব | DW | 02.10.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

মার্কিন রাষ্ট্রযন্ত্রে অচলাবস্থা, বাতিল ওবামার সফর

মার্কিন কংগ্রেসে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিল পাস না হওয়ায় যুক্তরাষ্ট্রে সৃষ্টি হয়েছে অচলাবস্থা৷ এ কারণে মালয়েশিয়া সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷

মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে প্রতিনিধি পরিষদে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি ও প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টির সদস্যদের মতানৈক্যের কারণে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিল পাস হয়নি৷ ফলে পুরো দেশে সৃষ্টি হয়েছে অচলাবস্থা৷ সোমবার স্থানীয় সময় রাত ১২টার আগ পর্যন্ত সংশ্লিষ্ট সেবা খাতগুলোতে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিলটি পাস হওয়ার কথা ছিল৷ তাই ১৭ বছর পর আবারও ‘শাট ডাউন' হলো বিশ্বের শীর্ষ অর্থনীতি সমৃদ্ধ দেশটিতে৷

বন্ধ হচ্ছে সেবা খাত

বিল পাস না হওয়ায় যুক্তরাষ্ট্রের কয়েকটি সরকারি সেবা খাতের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া শুরু হয়েছে৷ রিপাবলিকানরা বলছে, ওবামাকে আলোচনায় আমন্ত্রণ জানানো হলেও তিনি তাতে আমল দেননি৷ রিপাবলিকান হাউস স্পিকার জন বোয়েনার বলেছেন, স্বাস্থ্য সেবা নিয়ে ওবামার একগুয়েমি এই অচলাবস্থার কারণ৷ অন্যদিকে, ওবামা বর্তমান পরিস্থিতিকে রিপাবলিকান অচলাবস্থা উল্লেখ করে বলেছেন, জনগণ জানে কারা এর জন্য দায়ী৷

কর্মীদের মনে হতাশা

এই অচলাবস্থার ফলে সরকারি স্কুল, যোগাযোগ ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত খাতে কোনো প্রভাব পড়বে না৷ বিলটি পাস না হওয়ায় প্রায় সাড়ে সাত লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারি ১ অক্টোবর থেকে বেতন পাবেন না৷ এর ফলে মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ন্যাশনাল পার্ক, জাদুঘর, স্মৃতিস্তম্ভ, পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থাসহ বেশ কিছু সেবা-সংস্থার বেশিরভাগ কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে৷ অচলাবস্থার কারণে ওয়াশিংটনেই একদিনে ক্ষতি হবে ২০ কোটি মার্কিন ডলার আর এক সপ্তাহে পুরো যুক্তরাষ্ট্রে লোকসান হবে ১০০ কোটি মার্কিন ডলার৷

জনসমর্থন কম

কংগ্রেসের এই মতানৈক্যে হতাশ মার্কিন জনগণ৷ সিএনএন-এর জরিপ অনুযায়ী ১০ জনের মধ্যে ৭ জন অ্যামেরিকান মনে করেন, অল্প কয়েকদিনের জন্যও এই অচলাবস্থা খুবই ভয়াবহ৷

ব্যয় সংকোচনের কারণে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ পরিবার যখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন এ ধরনের অচলাবস্থা তাদের আরো পেছনের দিকে ঠেলে দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি শাখার প্রধান ট্রাভিস কালিটন৷ তাঁর মতে, জনগণ যেসব জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছেন তাঁদের এ ধরনের আচরণে পরবর্তীতে তারা আর জনসমর্থন পাবেন না৷ এ পরিস্থিতির উন্নয়নের সম্ভাবনাও খুব ক্ষীণ বলে ধারণা তার৷ কালিটনের মত, অনেকেই এই অচলাবস্থার জন্য রিপাবলিকানদেরই দায়ী করছেন৷ ৭০ ভাগ ভোটার মনে করেন, কংগ্রেসের নিম্নকক্ষে আধিপত্য দেখানোই যেন রিপাবলিকানদের উদ্দেশ্য ছিল৷

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ

পিটারসন ইনস্টিটিউটের অর্থনীতিবিদ জ্যাকব কির্কেগার্ড জানালেন, পরিস্থিতি ভালো হওয়ার চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি৷ কেননা এমনিতেই দেশটি অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে, তাই এ অবস্থায় অচলাবস্থা দেশের জন্য একটা বড় ধরনের ক্ষতি৷ কয়েকদিনের জন্য হলেও এর ফলে শেয়ারবাজার, চাকুরির সুযোগ সৃষ্টিতে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন তিনি৷ কির্কেগার্ডের মতে, যুক্তরাষ্ট্রের এই অচলাবস্থা নিরসনে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের আলোচনায় বসা উচিত৷

ওবামার মালয়েশিয়া সফর বাতিল

মার্কিন সরকারের এই অচলাবস্থার প্রভাব পড়েছে প্রেসিডেন্টের সফরেও৷ এই পরিস্থিতির কারণে মালয়েশিয়া সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং হোয়াইট হাউস৷ তবে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার প্রতিনিধি হিসেবে এই সফরে অংশ নেবেন৷ আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক করপোরেশন সম্মেলন এবং ব্রুনেইতে পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দেয়ার কথা আছে ওবামার৷ অচলাবস্থার কারণে বার্ষিক যে সম্মেলনগুলো রয়েছে, ওবামা সেগুলোর সবগুলোই বাতিল করবেন কিনা – তা এখনও জানা যায়নি৷

নির্বাচিত প্রতিবেদন

সংশ্লিষ্ট বিষয়

বিজ্ঞাপন