1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন দূতের বক্তব্য মিডিয়ায় ঠিকভাবে আসেনি: ডা. দীপু মনি

১৪ জানুয়ারি ২০১১

যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে মার্কিন দূত স্টিফেন ব়্যাপ’এর মন্তব্যকে ঘিরে বিতর্কের পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী৷

https://p.dw.com/p/zxYZ
Dipu, Moni, Foreign, minister, Bangladesh, Government, বাংলাদেশ, পররাষ্ট্র, মন্ত্রী, দীপু মনি, মার্কিন, দূত, যুদ্ধাপরাধ
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনিছবি: DW

একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়া, সরকারের পরিকল্পনা, সাধারণ মানুষের মতামত ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া জানতে ঢাকা এসেছিলেন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন ব়্যাপ৷ বাংলাদেশের ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইন পর্যাপ্ত নয়, সফররত মার্কিন দূত এমন মন্তব্য করেছেন বলে পত্রপত্রিকার রির্পোটের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘‘মিডিয়ায় কোথায় যেন একটা তফাৎ হয়ে গেছে৷ পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের অনুমতি নিয়েই আন্তর্জাতিক অপরাধ আইনে মানবতার বিরুদ্ধে অপরাধ বিচারে ট্রাইবুনাল গঠন করা হয়েছে৷ বিচারের স্বার্থে কোন মতামত এলে তা সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে৷'' পাকিস্তানের ক্ষমা পাওয়া ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচার হওয়া উচিত, স্টিফেন ব়্যাপের এমন মন্তব্যের জবাবে দীপু মনি বলেন, ‘‘আমরাও মনে করি পাকিস্তানের উচিত দেশীয় ও আন্তর্জাতিক আইনে তাদের বিচার করা৷''

এদিকে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ শুক্রবার এক অনুষ্ঠানে বলেছেন, মার্কিন বিশেষ দূত তাঁকে বলে গেছেন, আইনটি ঠিক আছে৷ যুক্তরাষ্ট্র কিছু দালিলিক প্রমাণ দিয়ে সহযোগিতা করবে এমন আশ্বাসও দিয়ে গেছেন বিশেষ দূত৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন