1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

মার্কিন দাবাড়ুর বিরুদ্ধে খেলায় প্রতারণার অভিযোগ

২৮ সেপ্টেম্বর ২০২২

দাবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের মাগনুস কার্লসেন ১৯ বছর বয়সি মার্কিন দাবাড়ু হান্স নিমানের সঙ্গে হারার পর তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন৷ তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাননি তিনি৷

https://p.dw.com/p/4HT6E
Schachturnier Sinquefield Cup | Magnus Carlsen - Hans Niemann
ছবি: Crystal Fuller/Saint Louis Chess Club/dpa/picture alliance

যুক্তরাষ্ট্রে গত ৪ সেপ্টেম্বর সিংকফিল্ড কাপের এক ম্যাচে নিমানের কাছে হেরে যান কার্লসেন৷ ম্যাচটিতে দুজনই শারীরিকভাবে উপস্থিত ছিলেন৷ অর্থাৎ এটি কোনো অনলাইন ম্যাচ ছিল না৷

হারার পরদিন টুইট করে কার্লসেন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন৷ ক্যারিয়ারে এই প্রথম তিনি এমন সিদ্ধান্ত নেন৷ টুইটের সঙ্গে তিনি ফুটবল কোট জোসে মরিনিয়োর একটি ভিডিও শেয়ার করেন যেখানে মরিনিয়ো বলছেন, তিনি এর চেয়ে আর বেশি কিছু বলতে পারছেন না, কারণ তাহলে সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে৷

ঐ ঘটনার পর কার্লসেন ও তার ঘনিষ্ঠদের বিভিন্ন আচরণ নিমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সম্পর্কে কিছুটা আভাস দিচ্ছিল৷ সেই সঙ্গে টিনএজ বয়সে অনলাইনে দাবা খেলার সময় নিমানের বিরুদ্ধে প্রতারণার আশ্রয় নেয়ার উদাহরণও সামনে এসেছে৷
৪ সেপ্টেম্বরের ম্যাচের কিছুদিন পর আবারও কার্লসেন ও নিমান আরেক ম্যাচে মুখোমুখি হন৷ এবার তারা অনলাইনে ম্যাচটি খেলেন৷ তবে প্রথম চাল দেয়ার পরই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন কার্লসেন৷ যদিও ঐ প্রতিযোগিতাটি ভালভাবেই জেতেন তিনি৷

Schachturnier Sinquefield Cup | Magnus Carlsen - Hans Niemann
সিংকফিল্ড কাপের এক ম্যাচে নিমানের কাছে হেরে যান কার্লসেনছবি: Crystal Fuller/Saint Louis Chess Club/dpa/picture alliance

এরপর গত সোমবার একটি বিবৃতি দেন কার্লসেন৷ সেখানে তিনি বলেন, ৪ সেপ্টেম্বরের ম্যাচে নিমান হয়ত প্রতারণার আশ্রয় নিয়ে থাকতে পারেন৷ তবে এর পক্ষে কোনো প্রমাণ তিনি বিবৃতি বা অন্য কোনো মাধ্যমে দেননি৷ ঐ বিবৃতিতে কার্লসেন এও বলেন যে, প্রতারণা বিষয়টি ‘এই খেলার অস্তিত্বের জন্য হুমকি' হয়ে উঠেছে৷

দাবার বৈশ্বিক সংস্থা ফিদে কার্লসেনের উদ্বেগকে গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছে৷ ‘প্রাথমিক কিছু প্রমাণ' পাওয়া গেলে ৪ সেপ্টেম্বরের ম্যাচটি নিয়ে তদন্ত করারও আগ্রহ দেখিয়েছে৷ তবে বিষয়টি নিয়ে কার্লসেন যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন তার সমালোচনা করেছে ফিদে৷ ‘‘আমরা বিশ্বাস করি পরিস্থিতি সামাল দেয়ার আরও ভালো উপায় ছিল,'' বলছে তারা৷

প্রমাণ দেয়া প্রসঙ্গে কার্লসেন ও তার টিম বলেছে তাদের কাছে যেসব তথ্য আছে সেটা প্রকাশ করতে পারবেন না৷

এদিকে নিজের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে নিমান টিনএজ বয়সে প্রতারণার আশ্রয় নেয়ার কথা স্বীকার করেন৷ এবং শাস্তি হিসেবে বিভিন্ন ওয়েবসাইটে নিষিদ্ধ হওয়ার কথাও জানান৷ তবে গত কয়েকবছর ধরে তিনি এসব থেকে দূরে আছেন এবং মুখোমুখি খেলায় তিনি কখনও প্রতারণার আশ্রয় নেননি বলে দাবি করেন৷ প্রয়োজনে নগ্ন হয়ে খেলতেও রাজি আছেন বলে জানান নিমান৷

মার্ক হালাম/জেডএইচ