1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

মামলা শুরুর তারিখ পেছাতে ট্রাম্পের করা আবেদন নাকচ

৯ এপ্রিল ২০২৪

আগামী ১৫ এপ্রিল নিউইয়র্কের ম্যানহাটানের এক আদালতে ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা৷

https://p.dw.com/p/4eZMH
ডনাল্ড ট্রাম্প (ফাইনাল ফটো)
ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ ২০২৩ সালের এপ্রিলে ট্রাম্পের বিরুদ্ধে এই ফৌজদারি মামলাটি করেনছবি: Yuki Iwamura/AP Photo/picture alliance

এই তারিখ পেছানোর আবেদন করেছিলেনট্রাম্প৷ সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছেন নিউইয়র্ক রাজ্যের এক আপিল বিচারক৷

ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ ২০২৩ সালের এপ্রিলে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করেন৷ এতে অভিযোগ করা হয়, ট্রাম্প তার আইনজীবীর এক পর্ন তারকাকে ঘুস দেওয়ার বিষয় গোপন রাখতে চেয়েছিলেন৷ ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে (প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড) এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলে অভিযোগ৷ ঐ পর্ন তারকার দাবি, এক দশক আগে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প৷ ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছেন৷

ট্রাম্পের আইনজীবী এমিল বোভ সোমবার মামলার তারিখ পেছানোর আবেদন জানিয়ে বলেন, তার মক্কেল মামলাটি ম্যানহাটান থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার আবেদন করেছেন৷ সেই বিষয়ে সিদ্ধান্ত আসা পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেন তিনি৷ ট্রাম্প মামলাটি কোথায় নিয়ে যেতে চান সেটি জানাননি বোভ৷ আদালতকে তিনি ট্রাম্পের আইনজীবী দলের করা এক জরিপের ফল জানিয়ে বলেন, ম্যানহাটান এলাকাটি ডেমোক্রেট অধ্যুষিত৷ সেখানকার ৬১ শতাংশ বাসিন্দা মনে করেন ট্রাম্প অপরাধী, আর ৭০ শতাংশ মানুষ ট্রাম্পের প্রতি নেতিবাচক ধারনা পোষণ করেন৷ ফলে বিচার প্রক্রিয়ার জন্য ১২ সদস্যের জুরি নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ হবে না বলে তিনি মনে করছেন৷

এদিকে, ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয়ের আইনজীবী স্টিভেন উ বলেন, ম্যানহাটান থেকে মামলা সরানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প অনেক দেরি করেছেন৷ কারণ তার বিরুদ্ধে প্রায় একবছর আগে অভিযোগ আনা হয়েছে৷

আর জুরি নির্বাচন নিয়ে ট্রাম্পের আইনজীবীর বক্তব্যের বিষয়ে উ বলেন, জুরি নির্বাচন প্রক্রিয়ার সময় পক্ষপাতদুষ্ট জুরিদের বাদ দেওয়ার সুযোগ আছে৷

এই প্রথম একজন সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার শুরু হতে যাচ্ছে৷ তার বিরুদ্ধে আরও তিনটি ফৌজদারি মামলা রয়েছে৷ ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে ফেলার চেষ্টা ও ২০২১ সালে প্রেসিডেন্ট পদ থেকে চলে যাওয়ার পর গোপনীয় সরকারি নথি ঠিকমতো রাখতে না পারার অভিযোগে মামলা হয়েছে৷ ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করেছেন৷

জেডএইচ/কেএম (রয়টার্স, এপি)