1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যযুক্তরাষ্ট্র

মানুষের শরীরে শূকরের কিডনি লাগানো হলো

২২ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা শূকরের কিডনির জিনগত পরিবর্তন করে তা মানুষের শরীরে সফলভাবে বসালেন।

https://p.dw.com/p/4e05i
যুক্তরাষ্ট্রের দুই চিকিৎসক অস্ত্রোপচার করছেন
শূকরের কিডনির জিনগত পরিবর্তন করে তা মানুষের শরীরে সফলভাবে বসিয়েছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরাছবি: Massachusetts General Hospital/AP/picture alliance

গত শনিবার ৬২ বছর বয়সি এক রোগীর দেহে চার ঘণ্টা ধরে এই কিডনি লাগানো হয়। ওই ব্যক্তির কিডনির অসুখ একেবারে শেষ পর্যায়ে ছিল। ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।

হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, শূকরের কিডনি মানুষের দেহে স্থাপন করার আগে তার জিনগত পরিবর্তন করা হয়েছিল। শূকরের ক্ষতিকর জিন সরিয়ে দেয়া হয়েছিল এবং মানুষের জিন যোগ করা হয়েছিল।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, রিচার্ড স্লেম্যানের দেহে শূকরের কিডনি বসানো হয়েছে। আর দিন কয়েকের মধ্যেই তাকে ছেড়ে দেয়া হবে।

হাসপাতালের দাবি, এটা একটা নতুন দিগন্ত খুলে দিলো। অর্গান ট্রান্সপ্লানটেশন বা অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে। একটি প্রাণির অঙ্গ অন্য প্রজাতির প্রাণির দেহে প্রতিস্থাপনের নাম হলো জিনোট্রান্সপ্লানটেশন।

রোগীদের কাছে আশার আলো?

স্লেম্যান জানিয়েছেন, তিনি জেনেশুনেই এই শূকরের কিডনি তার দেহে স্থাপনের অনুমতি দিয়েছিলেন। কারণ, এর ফলে তার বাঁচার সুযোগ বেড়ে গেল, আর হাজার হাজার মানুষ, যাদের অঙ্গ প্রতিস্থাপন জরুরি, তারাও এর ফলে উপকত হবেন। 

গোটা বিশ্বজুড়ে প্রতিস্থাপনের জন্য অঙ্গ প্রয়োজনের তুলনায় অনেক কম পাওয়া যায়। বস্টনের এই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, তাদের হাসপাতালে এক হাজার চারশ জন রোগী কিডনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছেন।

এই সাফল্য লাখ লাখ রোগীকে আশার আলো দেখাতে পারে।  অপারেশন টিমের সদস্য চিকিৎসক তাতসুয়ো কাওয়াই বলেছেন, ''আমাদের আশা  এই সফল অপারেশন বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে আশাবাদী করবে।''

হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে, যে শূকরের দেহ থেকে কিডনি নেয়া হয়েছে, তাকে আলাদা করে বড় করা হয়েছিল, যাতে তাদের মধ্যে কোনো ধরনের ইনফেকশন না লাগে। এই শূকরের কিডনির সাইজ মানুষের কিডনির মতেই ছিল।

এর আগে কিছু রোগী যাদের ব্রেন ডেড হয়ে গেছে, শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু কোনো জীবীত রোগীর শরীরে সফলভাবে শূকরের কিডনি এই প্রথমবার সাফল্যের সঙ্গে প্রতিস্থাপন করা হলো। এর আগে দুই জন রোগীর দেহে জিতগত পরিবর্তনের পর শূকরের হার্ট প্রতিস্থাপন করা হয়েছিল, কিন্তু তারা দুই মাসের বেশি বাঁচেনি।

জাতিসংঘের অর্গান শেয়ারিং নেটওয়ার্কের বক্তব্য, অ্যামেরিকায় এক লাখ মানুষ অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা হলো কিডনি প্রতিস্থাপনের। প্রতিবছর হাজার হাজার মানুষ কিডনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করেন।

জিএইচ/এসজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান