1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কে আইনের ঊর্ধ্বে?

১৬ আগস্ট ২০১৩

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বরাবরের মতো এ মুহূর্তেও অনেক বিষয় নিয়েই আলোচনা চলছে৷ মিশর প্রসঙ্গ আছে, আছে বাংলাদেশের ছোট-বড় অনেক বিষয়৷ তবে মানবাধিকার কর্মী আদিলুর রহমান খানকে নিয়ে একটি লেখাই বেশি নজর কাড়ার মতো৷

https://p.dw.com/p/19REW
ছবি: DW

মানবাধিকার সংগঠন ‘অধিকার'-এর সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করা হয়েছে গত সপ্তাহে৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনা নিয়ে একটি অসত্য প্রতিবেদন তৈরি করেছেন৷ সেখানে তিনি ‘কাল্পনিকভাবে' ৬১ জন মারা যাওয়ার কথা উল্লেখ করেছেন বলেও বলা হয়েছে৷ সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়, ‘অধিকার'-এর তৈরি করা সেই প্রতিবেদনে উল্লেখ করা ৬১ জনের নাম-ঠিকানা চিঠির মাধ্যমে জানতে চাওয়া হয়েছিল, কিন্তু জবাবে নাম না জানিয়ে ‘অধিকার' জানায়, বাংলাদেশে ক্ষতিগ্রস্ত বা সাক্ষীর সুরক্ষা আইন নেই বলে সরকারকে ওই তালিকা দেয়া সম্ভব নয়৷

Logo OCHA-Kampagne
অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগছবি: OCHA

মূলত সে কারণেই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় আদিলুর রহমান খানকে৷ তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা অনুযায়ী অভিযোগ এনে দণ্ডবিধির ৫৪ ধারায় তাঁকে রাতের অন্ধকারে ধরে রিমান্ডে নেয়ায় সরকারের তীব্র সমালোচনা হয়েছে, এখনো হচ্ছে৷ ‘আমার ব্লগ'-এ আব্দুল্লাহ হারুন জুয়েল এ বিষয়টি নিয়েই লিখেছেন৷ তবে তাঁর লেখায় তুলে ধরা হয়েছে আদিলুর রহমান খানের অতীতের কিছু কর্মকাণ্ড৷ তিনি বর্তমান সরকার কাজ শুরু করার পর থেকেই যে তিনি অপপ্রচারে নেমেছিলেন তা দেখানোই এ লেখার উদ্দেশ্য৷ আব্দুল্লাহ্ হারুন জুয়েলের লেখাটির শিরোনাম ‘মানবাধিকার কর্মী বা সংগঠন কি আইনের ঊর্ধ্বে?'৷ তবে যেভাবে একজন মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তার পক্ষে কোনো যুক্তি নেই এ লেখায়৷

এ ছাড়া ১৫ই আগস্ট, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার স্মরণে শোক দিবস পালনের দিনে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন উদযাপনের বিষয়টিও উঠে এসেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ এমন লেখালেখি অবশ্য গত কয়েক বছর ধরেই হচ্ছে৷

সংকলন : আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা : সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

সংবাদ সম্মেলনে ১০ দলের অধিনায়ক
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান