1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানবাধিকারবাদী চিকিৎসক বিনায়ক সেনের জামিনের আর্জি

২৪ জানুয়ারি ২০১১

রাষ্ট্রদ্রোহিতার কথিত অভিযোগে ছত্তিসগড় আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডা: বিনায়ক সেনের জামিনের আর্জির শুনানি আজ শুরু হয় রাজ্যের উচ্চ আদালতে৷ আগামিকালও তা চলবে৷

https://p.dw.com/p/101jj
বিনায়ক সেনছবি: AP

বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণে আদালতে উপস্থিত ছিলেন ইওরোপীয় ইউনিয়নের এক প্রতিনিধিদল৷

একমাস আগে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ডাক্তার বিনায়ক সেনকে যাবজ্জীবন কারাদন্ড দেন ছত্তিসগড় রাজ্যের নিম্নআদালত৷ এই শাস্তিকে চ্যালেঞ্জ করেন ডা: সেন৷ তাঁর জামিনের আর্জি জানিয়ে আজ তাঁর পক্ষে হাইকোর্টে সওয়াল করেন ভারতের খ্যাতনামা আইনজীবী এবং বিজেপি সাংসদ রাম জেঠমালানি তাঁর দলের সরকারের বিরুদ্ধে৷ শুনানি আগামিকালও চলবে৷আদালতের বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে বিলাসপুর আদালতে উপস্থিত ছিলেন নতুনদিল্লির ইউরোপীয় ইউনিয়নের আট সদস্যের এক কূটনৈতিক প্রতিনিধিদল৷ প্রতিনিধিদলে ছিলেন জার্মানি ছাড়াও ফ্রান্স ব্রিটেন, হাঙ্গেরি, সুইডেন, ডেনমার্ক ও বেলজিয়াম৷

ইউ প্রতিনিধিদল রায়পুর বিমানবন্দরে পৌঁছোলে তাঁদের কালো পতাকা দেখানো হয় এবং ইউ ফিরে যাও শ্লোগান দেয় বিজেপি শাসিত ছত্তিসগড়ের বার কাউন্সিল ও বিজেপির ছাত্র সংগঠনের সদস্যরা৷ প্রতিবাদকারীদের মতে, ইউ প্রতিনিধিরা ভারতের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে যেটা বরদাস্ত করা হবে না৷ পর্যবেক্ষকদের স্বাগত জানিয়ে ডাক্তার সেনের পরিবার বলেছে, গোটা দুনিয়া জানে ডাক্তার সেনের প্রতি অবিচার করা হয়েছে৷

উল্লেখ্য, এর আগে জাতিসঙ্ঘের প্রতিনিধি ভারতে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে এসে ডাক্তার সেনের মামলার আইনি প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর করেন এবং মামলার চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করেন৷

৬১ বছর বয়সী ডাক্তার বিনায়ক সেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি কলকাতার ব্যবসায়ী পীযুষ গুহ এবং মাওবাদী তাত্ত্বিক জেলবন্দি নারায়ণ সান্ন্যালের মধ্যে পত্রবাহকের কাজ করতেন৷ ডাক্তার সেনের আইনজীবীর মতে, পুলিশ এর স্বপক্ষে যেসব সাক্ষ্যপ্রমাণ পেশ করে তা বিকৃত ও সাজানো৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী