1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্দার ভয় সত্ত্বেও চাকরি পাচ্ছেন জার্মানরা

৩০ সেপ্টেম্বর ২০১৯

বিশ্লেষকরা মনে করেন, ব্রেক্সিট ও যুক্তরাষ্ট্রের রক্ষণশীল নীতির কারণে সামনে কিছুটা মন্দার মুখোমুখি হতে যাচ্ছে জার্মানির অর্থনীতি৷ তবে চাকরিদাতারা ছুটছেন উল্টো পথে৷ তারা আরো বেশি লোককে চাকরি দিচ্ছেন৷

https://p.dw.com/p/3QVf0
ছবি: picture-alliance/dpa/O. Berg

এই সেপ্টেম্বরে দেখা গেছে, বেকারত্বের হার কমেছে ০.২%৷ অর্থাৎ, এখন জার্মানিতে কাজ করেন না ৫ ভাগেরও কম (৪.৯%) কর্মক্ষম লোক৷

এমনিতে বরাবরই বেশি লোক ছুটিতে যান সেপ্টেম্বরে৷ তাই নিয়োগের হার এ মাসে বেড়ে যায়৷ তবে ১৯৯০ সালে যখন দুই জার্মানি একত্রিত হওয়ার পর থেকে হিসেব করলে এবার সব রেকর্ড ছাড়িয়েছে৷ 

আগে হয়তো অর্থনীতি বিশ্লেষকরা এতে নড়েচড়ে বসতেন না৷ কিন্তু এ বছরের এপ্রিল থেকে জুনে জার্মানির অর্থনীতি ০.১% মন্দার শিকার হয়েছে৷ জুলাই থেকে সেপ্টেম্বরে এর মাত্রা আরো বেড়েছে বলেই ধারণা বিশ্লেষকদের৷ টানা ছয়মাস অর্থনীতির ধীরগতির রেশ টানতে হবে জার্মানিকে৷

স্থানীয় একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে জার্মানির চাকরি এজেন্সির প্রধান ডেটলেফ শিলে সতর্ক করে বলেন, চাকরির বাজারকে অস্থির করে তুলবে এই মন্দা৷ হান্ডেলসব্লাট পত্রিকায় প্রকাশিত সেই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, মন্দার কারণ অভ্যন্তরীণ নয়, বাহ্যিক৷

‘‘ট্রাম্প প্রশাসন ও রপ্তানিতে অনিশ্চয়তা এই দুই কারণে'' এই মন্দা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি৷

জার্মানির অর্থনীতি মূলত উচ্চমানের পণ্য রপ্তানির ওপর নির্ভরশীল৷ যু্ক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধের কারণে এবং ব্রেক্সিটের ফলে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তার প্রভাব পড়ছে এখানে

জেডএ/এসিবি (ডিপিএ, রয়টার্স, এপি)