1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্ত্রীর উইকেটটিও নিল আইপিএল!

১৯ এপ্রিল ২০১০

শুধু ব্যাটসম্যানদের উইকেট নিয়েই ক্ষান্ত নয় ক্রিকেটের ছোট কিন্তু বাণিজ্যের বড় আসর আইপিএল৷ খোদ ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার কুপোকাত আইপিএল এর কাছে৷ রবিবারই যুদ্ধের ইতি টানতে পদত্যাগ করেছেন তিনি৷

https://p.dw.com/p/Mzqu
শশী থারুরছবি: AP

বলছি শশী থারুরের কথা৷ ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের এই নেতা ফেঁসেছেন আইপিএল এর একটি দল থেকে হিস্যা নিতে গিয়ে৷ অবশ্য, সংবাদমাধ্যমগুলো বলছে শশী নিজে নয় বরং তাঁর বান্ধবী নাকি আইপিএল তথা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-এর নতুন দল কোচি টিম এর অংশীদার হয়েছে বিনা খরচায়৷ আর এই অংশীদারিত্বের মূল্য ১৫ মিলিয়ন মার্কিন ডলার৷

মাত্র সপ্তাহখানেক আগে থারুরের এই কেলেঙ্কারি প্রকাশিত হয় সংবাদমাধ্যমে৷ এর কৃতিত্ব অবশ্য আইপিএল প্রধান ললিত মোদির৷ তিনি এক টুইটার বার্তার মাধ্যমে থারুরের সংশ্লিষ্ট থাকার কথা প্রকাশ করে দেন৷ এরপরই তা লুফে নেয় কংগ্রেসের বিরোধী পক্ষ৷ দাবি তোলে, এই অংশীদারিত্ব থারুরের গোপন বাণিজ্য চালাবার জন্য৷

থারুর অবশ্য শুরু থেকেই তা অস্বীকার করে আসছেন৷ বরং দাবি করছিলেন কেরালার যে দলটি আইপিএল-এ যোগ দিচ্ছে সেটিকে ভালো অবস্থানে নেবার জন্যই কাজ করছিলেন তিনি৷ এমনকি তিনি নিজের এই অবস্থান সংসদে জানানোর চেষ্টা করেন শুক্রবার৷ কিন্তু বিরোধীদের হট্টগোলের কারণে তা সম্ভব হয়নি৷

স্বভাবতই থারুরের এই ঘটনা প্রভাব ফেলেছে কংগ্রেসে৷ বিব্রত করেছে ভারতের বর্তমান সরকারকে৷ আর তাই, নিজেদের মান বাঁচাতে আইপিএল এর কাছে থারুরের উইকেটটি বিসর্জনেরই সিদ্ধান্ত নেয় কংগ্রেস৷

ফলে, শেষ সম্মানটুকু বাঁচিয়ে বিদায় মানে নিজে থেকেই পদত্যাগের আবেদন করেন থারুর৷ যা খুব দ্রুতই রবিবার অনুমোদন পায় ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দপ্তর থেকে৷

প্রসঙ্গত, প্রায় তিন দশক জাতিসংঘে কাজ করার পর ২০০৮ সালে রাজনীতিতে যোগ দেন শশী থারুর৷ গত বছর কংগ্রেসের পক্ষে এমপি নির্বাচিত হন তিনি৷ পরবর্তীতে বেশ দ্রুতই উঠতে থাকেন উপরের দিকে৷ যা সহ্য করেননি তাঁর নিজ দল কংগ্রেসেরই অনেক নেতা৷ ফলে, খেসারতটা ভালোভাবেই দিতে হলো থারুরকে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী