1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্য ইউরোপে বন্যা

৪ জুন ২০১৩

গত কয়েকদিনের ভারি বর্ষণে বিভিন্ন নদীর পানি বেড়ে যাওয়ার ফলে ইউরোপে বন্যার সৃষ্টি হয়েছে৷ এতে সোমবার সন্ধ্যা পর্যন্ত নিহত ছয়জন৷ এছাড়াও নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন৷ এদিকে জার্মানিতে পানির উচ্চতা ৭০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে৷

https://p.dw.com/p/18j49
Ein Auto steht am 02.06.2013 in Passau (Bayern) im Hochwasser der Donau. Extreme Regenfälle verschärfen die Hochwasserlage in Bayern und führen zu Überschwemmungen. Foto: Armin Weigel/dpa +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

ইউরোপে বন্যা? হ্যাঁ, বাংলাদেশের মতো ইউরোপও বন্যার কবলে পড়ে প্রায় প্রতি বছরই৷ এই যেমন, এ বছরের বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশ চেক প্রজাতন্ত্র৷ সেখানকার রাজধানী প্রাগ-এর বিভিন্ন এলাকা বন্যার কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে৷ মারা গেছেন এখন পর্যন্ত পাঁচজন৷ নিখোঁজ রয়েছেন আরো চারজন৷ লাইনে পানি ওঠায় মেট্রো চলাচল বাতিল হয়ে গেছে৷ বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান৷

The sign above the door of restaurant and hotel 'Am Paulusbogen' is partially submerged in the flooded centre of the Bavarian town of Passau, about 200 km (124 miles) north-east of Munich June 3, 2013. Torrential rain in the south and south-east of Germany caused heavy flooding over the weekend, forcing people to evacuate their homes. REUTERS/Michaela Rehle (GERMANY - Tags: DISASTER ENVIRONMENT)
পাসাও শহরের এক মুখপাত্র বন্যা পরিস্থিতিকে ‘নাটকীয়' বলে আখ্যায়িত করেছেন৷ সেখানে পানির উচ্চতা গত ৭০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানা গেছে (ফাইল ফটো)ছবি: Reuters

দুর্গত এলাকা থেকে অনেককে সরিয়ে নেয়া হয়েছে৷ হেলেনা হলুবোভা নামে প্রাগের এক বয়স্ক নাগরিক বলছেন, ‘‘সব ধরণের প্রযুক্তি থাকার পরও মানুষ যে প্রকৃতির কাছে কতটা অসহায় সেটা এখন বোঝা যাচ্ছে৷''

এদিকে, জার্মানির দক্ষিণপূর্ব শহর পাসাও-তে বন্যা মোকাবেলায় দেড় হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে৷ তারা উদ্ধারকর্মীদের সহায়তা করছেন৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মঙ্গলবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন৷

পাসাও শহরের এক মুখপাত্র বন্যা পরিস্থিতিকে ‘নাটকীয়' বলে আখ্যায়িত করেছেন৷ সেখানে পানির উচ্চতা গত ৭০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানা গেছে৷

বন্যায় আক্রান্ত হয়েছে অস্ট্রিয়া আর সুইজারল্যান্ডেরও কিছু অংশ৷ অস্ট্রিয়ার কর্তৃপক্ষের আশঙ্কা বন্যার পানি ২০০২ সালের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে৷ সেবার বন্যার কারণে ক্ষতির পরিমাণ ছিল প্রায় সাড়ে সাত বিলিয়ন ইউরো৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য