ভেনেজুয়েলার নির্বাচন ও পরবর্তী পরিস্থিতি
ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন৷ প্রধান বিরোধী দলগুলো অবশ্য কারচুপির অভিযোগ এনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে৷ ছবিঘরে দেখে নেয়া যাক নির্বাচন পরবর্তী পরিস্থিতি....
নিকোলাস মাদুরোর উদযাপন
ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো নির্বাচনে জয়ী হওয়ার পর রাজধানী কারাকাসে সমর্থকদের সাথে আনন্দ ভাগাভাগি করেন৷
বিরোধীদলের প্রার্থীদের প্রতিক্রিয়া
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো এবং বিরোধীদলীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী এডমুন্ডো গনজালভেজ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন৷ ভোট শেষের পরপরই প্রধান বিরোধীদলের প্রার্থী হেনরি ফ্যালকন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন৷
মাদুরো সমর্থকদের উদযাপন
রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় নিকোলাস মাদুরোর সমর্থকদের কারাকাস শহরজুড়ে উদযাপন করতে দেখা যায়৷
নির্বাচনি জালিয়াতির বিরুদ্ধে বিক্ষোভ
সোমবার ভেনেজুয়েলার কারাকাসে রাষ্ট্রপতি নির্বাচনের পরের দিন স্থানীয় বাসিন্দারা কলস বাজিয়ে প্রতিবাদ করেন৷
প্রেসিডেন্ট মাদুরোর পুনর্নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ
কারাকাসে রাষ্ট্রপতি নির্বাচনের একদিন পর তৃতীয় মেয়াদে নিকোলাস মাদুরোর পুনর্নির্বাচনের বিরুদ্ধে রাস্তায় আগুন জালিয়ে প্রতিবাদ করে বিরোধী দলের সমর্থকরা৷
নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন
বিরোধী সমর্থক ও নেতা-কর্মীরা রাজপথে প্রতিবাদের পাশাপাশি মাদুরোর বিজয় নিয়েও প্রশ্ন তুলেছেন৷