ভিয়েতনামে ঘূর্ণিঝড়ের প্রভাব
শনিবার ভিয়েতনামে ঘূর্ণিঝড় ইয়াগি আঘাত হেনেছে৷ এতে এখন পর্যন্ত অন্তত ৬৩ জন মারা গেছেন৷ এখনও নিখোঁজ আছেন প্রায় ৪০ জন৷
ঘূর্ণিঝড়ের আগে
শনিবার ভিয়েতনামের ঘূর্ণিঝড় ইয়াগি আঘাত হানার আগে হ্যানয়ের বিখ্যাত ট্রেন স্ট্রিটের অবস্থা৷ সবসময় ব্যস্ত থাকা এলাকাটি অনেকটা খালি দেখা যাচ্ছে৷ ভিয়েতনামের উত্তরাঞ্চলে ইয়াগির বেশ প্রভাব পড়েছে৷
উদ্ধার তৎপরতা
লাইফ জ্যাকেট পরে উদ্ধারকর্মীরা বন্যায় আটকে পড়াদের সহায়তা করতে যাচ্ছে৷ ইয়াগির কারণে অন্তত ৬৩ জন মারা গেছেন৷ এখনও নিখোঁজ আছেন প্রায় ৪০ জনের মতো৷ বন্যা ও ভূমিধসের কারণে অন্তত ৭৫২ জন আহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা৷
ভাঙা সেতু
ঘূর্ণিঝড় শনিবার হলেও ছবির সেতুটি সোমবার ভেঙে পড়ে৷ স্থানীয় গণমাধ্যম বলছে, রেড রিভার নদীর উপর থাকা ৩৭৫ মিটার দীর্ঘ ফং চাও সেতুটি ভাঙার সময় তার উপর কয়েকটি যান ও মোটর সাইকেল ছিল৷ এই ঘটনায় নিখোঁজ পাঁচজনকে উদ্ধার করা হয়েছে৷ আরো আটজন এখনো নিখোঁজ আছেন বলে মঙ্গলবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন৷
ক্ষয়ক্ষতি
বাক গিয়াং প্রদেশের কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এক লাখ ২০ হাজার হেক্টর আয়তনের কৃষিজমি বন্যায় তলিয়ে গেছে৷ দেড় হাজারের বেশি মাছচাষের জলাধার ক্ষতিগ্রস্ত হয়েছে৷
কতটা শক্তিশালী?
ইয়াগির কারণে এক লাখের বেশি গাছ উপড়ে গেছে৷ এর মধ্যে রাজধানী হ্যানয়ের আছে প্রায় ২৫ হাজার গাছ৷ অন্তত ২৫টি জাহাজ সাগরে হারিয়ে গেছে৷ সোমবার পর্যন্ত অনেক এলাকা বিদ্যুৎহীন ছিল৷ চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বলছে, দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ ইয়াগিকে ১৯৪৯ সালের পর শরৎকালে হওয়া সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলছেন৷ ভিয়েতনামে আঘাতের আগে ইয়াগি চীন ও ফিলিপাইন্সের কিছু এলাকায় আঘাত হেনেছিল৷
ক্ষতিগ্রস্ত কারখানা
হায় ফং শহরে অবস্থিত দক্ষিণ কোরিয়ার এলজি ইলেক্ট্রনিক্স কোম্পানির এই ভবনটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এছাড়া আরও কয়েকটি ভবন ও কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে৷