dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
এক হাজার বছরেরও আগে আটলান্টিক মহাসাগরের এক টিলার উপর নির্মিত হয়েছিল ১৫৭ মিটার উঁচু মনাস্ট্রি৷ স্থাপত্য জগতে যা আজও মাস্টারপিস হিসেবে পরিচিত৷ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পাওয়া এই দর্শনীয় স্থানটিকে পর্যটকরা সম্প্রতি দেখেছেন ভিন্ন রূপে৷