1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিজ্ঞানযুক্তরাষ্ট্র

ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি: পেন্টাগন

৯ মার্চ ২০২৪

ইউএফও বা আন-আইডেন্টিফায়েড ফ্লায়িং অবজেক্ট বিষয়ক কোনো তথ্য যুক্তরাষ্ট্র সরকার গোপন করার চেষ্টা করেনি বলেও তদন্তে জানতে পেরেছে পেন্টাগন।

https://p.dw.com/p/4dKv8
পেন্টাগন
পেন্টাগন জানায়, ইউএফও দেখতে পাওয়ার বিষয়গুলোর বেশিরভাগই ভুল দেখা বিভিন্ন জিনিস ও ঘটনা৷ ছবি: Patrick Semansky/AP/picture alliance

অ্যালিয়েন বা ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বের কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন৷

গত শতাব্দীতে ইউএফও দেখার বিষয়ে বিভিন্ন প্রতিবেদন নিয়ে তদন্তের পর এমন সিদ্ধান্তে আসে পেন্টাগন৷ শুক্রবার তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলে মার্কিন এই দপ্তর৷

পেন্টাগনের তদন্তের সবশেষ ফলাফল এই বিষয়ে সরকারের আগের করা প্রতিবেদনগুলোর সঙ্গে মিল পাওয়া যায়৷

‘‘সকল তদন্তের সকল ধাপেই এই বিষয়টি পাওয়া গেছে যে, ইউওফও দেখতে পাওয়ার বেশিরভাগই ছিল সাধারণ কোনো বস্তু বা ঘটনা, যেগুলো ভুলভাবে চিহ্নিত করা হয়েছে৷’’

প্রতিবেদনে ১৯৪৫ সালের পর থেকে যুক্তরাষ্ট্র সরকারের ইউএফও বিষয়ে নানা প্রতিবেদন যাচাইবাছাই করা হয়৷ 

মহাবিশ্বের টাইম মেশিন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

প্রতিবেদনে বলা হয়, ইউএফও নিয়ে যুক্তরাষ্ট্র সরকার বা দেশটির কোনো বেসরকারি প্রতিষ্ঠান এ বিষয়ক তথ্য গোপন রাখার চেষ্টা করেনি৷  

কেন এমন তদন্ত?

গত কয়েক বছর ধরেই ইউএফও বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন আবেদন জমা পড়েছে৷

২০২১ সালে সরকার এমন ১৪৪টি ঘটনা বিশ্লেষণ শেষে জানায়, ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বের কোনো প্রমাণ নেই৷ সেসময় এ বিষয়ে আরো কার্যকর তথ্য সংগ্রহের তাগিদ দেওয়া হয়৷ 

এরপর গত বছর যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তার দাবির পর বিষয়টি আবারো সামনে আসে৷ ওই কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্র সরকার ইউএফও বিষয়ে দীর্ঘমেয়াদী একটি পরিকবল্পনা গোপন রাখছে৷ 

এমন অবস্থার পরিপ্রেক্ষিতেই তদন্ত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে৷ তদন্তের আরেকটি অংশ পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানা গেছে৷ 

আরআর/এডিকে (ডিপিএ, এপি রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য