1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
Schwangere Frau mit Partner
ছবি: fotolia/diegoa8024

হবু বাবা-মায়ের আনন্দ

২২ জানুয়ারি ২০১৬

হবু বাবা-মা প্রথম যেদিন জানতে পারেন, অচিরেই তাদের জীবনে একজন নতুন মানুষ আসতে চলেছে – তখন তো খুশি ধরে রাখা দায়! সেই খুশি তারা সমাজ, সংসারকে চিৎকার করে জানাতে চায়৷ এক মার্কিন দম্পতিও ঠিক সেটাই করেছে, তবে একটু ভিন্ন কায়দায়৷

https://p.dw.com/p/1HhwB

তাঁরা একটা ভিডিও বানিয়েছেন৷ আর তাতে পরিচিত একটা গানের সুর রেখে শব্দগুলো দিয়েছেন বদলে৷ ছন্দে ছন্দে বেঁধেছেন গর্ভধারণের গান৷ গানে গানেই তাঁরা জানিয়ে দিয়েছেন ‘উই আর প্রেগনেন্ট, হালেলুইয়া'৷

ঘরের মধ্যে সাধারণ একটা সোফায় বসেই তাঁরা তুলে ধরেছেন অনাগত সন্তানের প্রথম ছবিটি৷ হ্যাঁ, প্রথম ‘আল্ট্রাসাউন্ডের' একখানি কপি হাসতে হাসতে দেখিয়েছেন তাঁরা৷

আসলে একটা সুস্থ, সুন্দর সন্তানের স্বপ্ন কে না দেখে, বলুন? আমাদের এই মার্কিন দম্পতিটিও তাঁদের দাম্পত্য জীবন শুরুর সময় থেকে এমনই একটা সন্তানের স্বপ্ন দেখেছিলেন৷ তাই গর্ভধারণের পরপর এই ভিডিওটি বানিয়ে তাঁরা সেটা ‘পোস্ট' করেছিলেন নিজেদের ফেসবুক পাতায়, বন্ধু-বান্ধব আর কাছের মানুষদের জন্য৷ তখন তো তাঁরা জানতেন না যে সেই ভিডিও ক'দিনের মধ্যেই একেবারে ‘ভাইরাল' হয়ে যাবে৷ পৌঁছে যাবে হাজারো মানুষের কাছে!

ডিজি/এসিবি

আপনিও ভিডিওটি দেখেছেন তো? কেমন লাগলো জানিয়ে দিন নীচে, মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

প্রতীকী ফাইল ফটো

জেসমিনের পরিবারের কোনো দাবি নেই, মামলাও করবে না

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ
প্রথম পাতায় যান