1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাষাসূত্রের বন্ধনে দুই বাংলা

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৪ ফেব্রুয়ারি ২০২০

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি কলকাতা থেকে ঢাকা সাইকেল চালিয়ে যান একদল৷ বাংলা ভাষার প্রতি ভালবাসা জানিয়ে আসতে, ২১ ফেব্রুয়ারি ঢাকার শহীদ মিনার চত্বরে৷

https://p.dw.com/p/3XmPt
Indien | Demo in Kalkutta
ছবি: S. Bandopadhyay

শুরুটা হয়েছিল ২০১২ সালে, অ্যাডভেঞ্চারপ্রিয় একদল যুবকের কলকাতা থেকে ঢাকা সাইকেল চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়ে৷ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার শহীদ মিনারের উদযাপন দেখে তাঁরা মুগ্ধ হয়ে যান৷ পরের বছর থেকে আরও পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে সাইকেল চালিয়ে ঢাকা যান তাঁরা৷ সেবার তাঁদের সাইকেলে ছিল বর্ণময় পোস্টার, ছবি৷ কলকাতা-ঢাকা এই সাইকেল যাত্রা সম্বন্ধে লোককে সচেতন করতে৷ সেইসব দেখে এগিয়ে আসেন পথের দুপাশের মানুষ, ওঁদের সঙ্গে আলাপ করতে৷ ওই অপরিচিত মানুষজনের থেকে যে ভালবাসা পান ওঁরা, বিশেষত বাংলাদেশের মানুষ যেভাবে ওঁদের আদর করে বুকে টেনে নেন, তা ফের ওঁদের অন্যভাবে ভাবায়৷ সূচনা হয় ভাষাসূত্রের, যে বন্ধনে যুক্ত হয় দুই বাংলা৷ প্রতিবছর, ১৪ থেকে ২১ ফেব্রুয়ারি৷

Indien | Demo in Kalkutta
ছবি: S. Bandopadhyay


ভাষাসূত্রের এই যাত্রা আট বছরে পা দিল এবার৷ এই আট বছরে ওঁদের পরিচিতি এবং যোগাযোগ আরও বেড়েছে৷ বাংলাদেশ এবং ভারত, দুই দেশেই প্রশাসনিক পর্যায়ে এখন সহযোগিতা পান ওঁরা৷ সাইকেল যাত্রার সঙ্গে আরও নানা বিষয়, বার্ষিকী, উদযাপনের নানা অনুষঙ্গ যুক্ত হয় এখন৷ এবছর যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ এবং শেখ মুজিবুর রহমানের শতবর্ষেরও উদযাপন করছেন ওঁরা৷ জানালেন ভাষাসূত্রের এই উদ্যোগের আহ্বায়ক স্বরজিৎ রায়৷ ওদের সাইকেলেও ভারত, বাংলাদেশ, দুই দেশের পতাকার পাশাপাশি সেজেছে বিদ্যাসাগর আর শেখ মুজিবের ছবিতে৷
কারা আছেন এবারের দলে?‌স্বরজিৎ জানাচ্ছেন, প্রতি বছরের মতো এবারও সাইকেল চালিয়ে ঢাকা যাবেন নানা পেশার, নানা পরিচয়ের মানুষ৷ তাঁদের মধ্যে যেমন কলেজের ছাত্র আছেন, তেমনি আছেন ব্যস্ত ডাক্তার, তথ্যপ্রযুক্তি কর্মী৷ শুক্রবার বেলা ১১টায় কলকাতা প্রেস ক্লাবের সামনে থেকে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি নিজে প্যাডেলে চাপ দিয়ে সূচনা করলেন এই সাইকেল যাত্রার৷ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই পাঠিয়েছিলেন শুভেচ্ছাবার্তা৷ সাইকেল আরোহীরা মুখিয়ে ছিলেন, আবার একবার তাঁদের পথের বন্ধুদের সঙ্গে দেখা হবে বলে৷ গত আট বছরে সীমান্তের এপারে ওপারে যে বন্ধুত্ব তাঁরা গেঁথেছেন বাংলা ভাষার সূত্রে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য