1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাভারত

ভারতে পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার কথা বিচারপতি খান্নার

১৭ অক্টোবর ২০২৪

ভারতীয় আইন মন্ত্রণালয়কে এই মর্মে চিঠি দিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি চন্দ্রচূড়। নভেম্বরে তিনি অবসর নেবেন।

https://p.dw.com/p/4ltKs
ভারতের সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টছবি: picture-alliance/NurPhoto/N. Kachroo

আগামী ১০ নভেম্বর প্রধান বিচারপতির দায়িত্ব থেকে অবসর নেবেন ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী পরবর্তী প্রধান বিচারপতি হন সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি। কিন্তু অবসর গ্রহণ করার আগে বর্তমান প্রধানবিচারপতি পরবর্তী বিচারপতির নাম চিঠে লিখে আইন মন্ত্রণালয়কে জানিয়ে যাবেন, এটাই দস্তুর। সেই মতো বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার নাম জানিয়ে চিঠি লিখেছেন আইন মন্ত্রণালয়কে।

ভারতের সুপ্রিম কোর্টে যারা প্রধান বিচারপতি হন, সাধারণত তারা দেশের কোনো না কোনো রাজ্যের হাইকোর্টে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসেন। কিন্তু সঞ্জীব খান্না তার ব্যতিক্রম। তিনি ২০১৯ সাল থেকে সুপ্রিম কোর্টে বিচারপতির দায়িত্ব পালন করলেও দেশের অন্য কোনো রাজ্যে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেননি।

দিল্লির জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেছিলেন সঞ্জীব খান্না। এরপর দিল্লি হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছেন। ২০০৫ সালে তিনি দিল্লি হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজ শুরু করেন।

দীর্ঘদিন দিল্লি হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজ করার পর ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টে যোগ দেন। কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদের বিলুপ্তি, ইলেক্টোরাল বন্ডের মতো গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন তিনি।

এই মুহূর্তে আরজি কর মামলার শুনানিচলছে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচরপতির বেঞ্চে। বিচারপতি খান্না নতুন দায়িত্ব গ্রহণ করে এই মামলাকে কোন দিকে পরিচালিত করেন, সেদিকে তাকিয়ে অনেকেই। তবে বিচারপতি খান্না খুব বেশি দিন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন না। ২০২৫ সালের মে মাসে তিনি অবসর গ্রহণ করবেন।

এসজি/জিএইচ (পিটিআই)