ভারতে করোনা আবার ভয়ংকরভাবে ছড়াচ্ছে। মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজারের মতো মানুষ। বুধবার সংখ্যাটা লাফিয়ে বেড়ে হয়েছে ৫৮ হাজার ৯৭ জন। মহারাষ্ট্রে একদিনে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৪৬৬ জন। দিল্লিতে পাঁচ হাজার ৪৮১ এবং পশ্চিমবঙ্গে নয় হাজার ৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১৩ লাখ ৮৮ হাজার মানুষের করোনা পরীক্ষা হয়েছে। যত মানুষের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে চার দশমিক ১৮ জনের করোনা ধরা পড়েছে। দিল্লিতে সংখ্যাটা দশের বেশি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় ১৯ জন এবং গোয়ার ক্ষেত্রে প্রায় ১৪ জনের করোনা ধরা পড়ছে। মহারাষ্ট্রে যতজনের করোনা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে ১৩ দশমিক ২৭ জনের রিপোর্ট পজিটিভ আসছে।
রাজধানী দিল্লির অবস্থা
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ''আজ রাতের মধ্যে দিল্লিতে দশ হাজার মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ এসে গেছে।''
এমনিতেই দিল্লিতে রাত দশটা থেকে কার্ফিউ চালু করা হয়েছে। ভোর পাঁচটা পর্যন্ত তা চলে। বাজারের দোকান রাত আটটা থেকে নয়টার মধ্যে বন্ধ করে দিতে হয়। কিন্তু এই সপ্তাহান্তে দিন-রাতের কার্ফিউ জারি করার কথা ঘোষণা করা হয়েছে।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
কড়াকড়ি শুরু
বড়দিন ও নতুন বছরের উৎসবের জন্য পশ্চিমবঙ্গে কোনো কড়াকড়ি ছিল না। কড়াকড়ি শুরু হলো সোমবার থেকে। স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় পুরো বন্ধ। এমনই একটি বন্ধ স্কুলের ছবি।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
লোকাল ট্রেন সাতটা পর্যন্ত
লোকাল ট্রেন চলবে। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। যত বসার জায়গা আছে, তার অর্ধেক যাত্রী একটি কামরায় উঠতে পারবেন। কিন্তু সন্ধ্যা সাতটার পর আর ট্রেন চলবে না।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
কে নজরদারি করবে?
ট্রেনের কামরায় ৫০ শতাংশ যাত্রী আছেন না বেশি আছেন, তা কে দেখবে? সোমবার সকালেও স্টেশনে প্রচুর মানুষের ভিড় ছিল। গন্তব্যে পৌঁছনোর তাড়াও ছিল। এর আগেও দেখা গেছে, ট্রেনে ৫০ শতাংশ যাত্রীর বিষয়টি নিশ্চিত করা যায়নি।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
বাসেও পঞ্চাশ শতাংশ যাত্রী
বাসও ৫০ শতাংশ যাত্রী নিয়েই চলতে পারবে। সোমবার সকালে দেখা গেছে, বাসের সব সিট ভর্তি।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
চলবে অটো
কলকাতায় অটোরিক্স চলবে। সোমবার সকালের ছবি। প্রচুর অটো রাস্তায়। তবে সকালের দিকে যাত্রী কিছুটা কম।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
সরকারি, বেসরকারি অফিসে অর্ধেক কর্মী
সরকারি ও বেসরকারি অফিসে অর্ধেক কর্মী যাবেন, বাকি অর্ধেক বাড়ি থেকে কাজ করবেন। তা সত্ত্বেও অবশ্য অফিস টাইমে ভিড় কম ছিল না। দুয়ারে সরকারের মতো সরকারি অনেক প্রকল্পই আপাতত বন্ধ থাকবে।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
দোকান-বাজার খোলা
দোকান, বাজার, শপিং মল, মার্কেট কমপ্লেক্স সবই খোলা। কিন্তু মলের দোকানগুলিতে যত মানুষ যেতে পারেন, এখন তার অর্ধেক যেতে পারবেন।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
মাছর বাজারের ছবি
মানিকতলার মাছের বাজার। এমনি সময়ে ভয়ংকর ভিড় থাকে। সোমবার সকালে ভিড় নেই।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
সবজির বাজারে ভিড়
সোমবার সকালের ছবি। শাক-সবজির বাজারে যথেষ্ট ভিড়। করোনার দূরত্ব বিধি মানা হচ্ছে না।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
সিনেমা হলে ৫০ শতাংশ
সিনেমা হল খোলা। তবে মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা যাবে।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
বন্ধের তালিকায়
বন্ধ থাকবে সেলুন, বিউটি পার্লার, ওয়েলনেস সেন্টার, সুইমিং পুল, স্পা, জিম, এন্টারটেনমেন্ট পার্ক, ট্যুরিস্ট সেন্টারগুলি।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
রেস্তোরাঁ, পানশালা খোলা অর্ধেক মানুষ নিয়ে
সব রেস্তোরাঁ, পানশালা রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। তবে যত বসার জায়গা আছে, তার অর্ধেক মানুষ সেখানে যেতে পারবেন।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
শ্মশানে, কবরস্থানে
শ্মশানঘাটে, কবরস্থানে, শেষকৃত্যের অনুষ্ঠানে কুড়িজনের বেশি মানুষ থাকতে পারবেন না।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
নিমতলার ছবি
নিমতলা শ্মশানঘাটের ছবি। প্রচুর মানুষ সোমবার সেখানে ছিলেন।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
রাত দশটা থেকে
রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে কার্ফিউ। জরুরি পরিষেবা ছাড়া কোনো ব্যক্তিগত গাড়ি চলবে না। জমায়েত হতে দেয়া হবে না।
-
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
করোনার বাড়বাড়ন্ত
কলকাতা সহ পশ্চিমবঙ্গে করোনা দ্রুত ছড়াচ্ছে। রোববার পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ছয় হাজারের বেশি মানুষ। তিন হাজারের বেশি আক্রান্ত শুধু কলবকাতায়। কলকাতা পুলিশের দুই আইপিএস অফিসার সহ ৫০ জন কর্মী করোনায় আক্রান্ত। বাংলা ক্রিকেট টিমের সাতজন আক্রান্ত। তাও হুঁশ নেই মানুষের। রোববারও পথে নেমেছিল মানুষের ঢল। মেলা ভিড়ে ভিড়াক্কার।
এর ফলে শুক্রবার রাত দশটা থেকে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত দিল্লিতে কার্যত লকডাউন থাকবে। অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে। মানুষ ট্রেন বা প্লেনের টিকিট দেখিয়ে বিমানবন্দর বা স্টেশন যেতে পারবেন। মাত্র ২০ জন আমন্ত্রিতকে নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে। যে ২০ জন সেখানে যাবেন, তাদের বিয়ের কার্ড দেখাতে হবে। বাকি প্রায় সবকিছু বন্ধ থাকবে।
দিল্লিতে মেট্রো রেল চলবে। তবে কেউ দাঁড়াতে পারবেন না। যতগুলি বসার আসন, ততজনই চড়তে পারবেন। মাস্ক ছাড়া মেট্রোয় চড়া যাবে না।
আদালত অনলাইনে
সুপ্রিম কোর্টে আবার অনলাইনে বিচার শুরু হয়েছে। তেলেঙ্গানা হাইকোর্টও জানিয়ে দিয়েছে, সাধারণভাবে আদালতে শুনানি হবে না। তবে কোন মামলা ভার্চুয়ালি হবে, কোনটা আদালতে হবে, তা বিচারপতিরা ঠিক করবেন। এলাহাবাদ হাইকোর্টের তিন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।
সোনু নিগমের করোনা
বলিউডের গায়ক সোনু নিগমের করোনা হয়েছে। তিনি এখন দুবাইতে। ভুবনেশ্বরে তার গাওয়ার কথা ছিল। সুপার সিঙ্গার বলে একটি টিভি শো-র বিচারক তিনি। কিন্তু আপাতত তিনি কোনোটাই করতে পারছেন না।
করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা। তাছাড়া গঙ্গোপাধ্যায় পরিবারের আরো দুই জন করোনায় আক্রান্ত। সৌরভেরও করোনা হয়েছিল।
-
করোনার আবহেই বর্ষবরণে মেতে কলকাতা
মাস্ক কই
পার্ক স্ট্রিট, বো ব্যারাকে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন। আলোর চাদরের তলায় দাঁড়িয়ে সেলফি তুলছেন। কারও মুখে মাস্ক নেই।
-
করোনার আবহেই বর্ষবরণে মেতে কলকাতা
কেকের লাইন
নিউ মার্কেট, বোর ব্যারাকের বেকারিতে সুস্বাদু কেক মেলে এই সময়ে। লাইন দিয়ে সকলে কেক কিনছেন। নিরাপদ দূরত্ব মানার ব্যাপারই নেই।
-
করোনার আবহেই বর্ষবরণে মেতে কলকাতা
সঙ্গে সান্টা
বো ব্যারাক, পার্ক স্ট্রিটের রাস্তায় এখন অনেকেই এমন পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। তাদের সঙ্গে এভাবেই ছবি তুলছেন সাধারণ মানুষ।
-
করোনার আবহেই বর্ষবরণে মেতে কলকাতা
খাবারের টান
পার্ক স্ট্রিট, জাকারিয়া স্ট্রিট, নিউ মার্কেট অঞ্চলের রেস্তোরাঁয় বছরের এই সময় জায়গা পাওয়া যায় না। এবছরও ভিড় হচ্ছে যথেষ্ট।
-
করোনার আবহেই বর্ষবরণে মেতে কলকাতা
প্রশাসনের নির্দেশ
করোনার সংক্রমণ হঠাৎ বাড়তে থাকায় চিন্তিত প্রশাসন। বর্ষশেষের উৎসব পুরোপুরি বন্ধ না করলেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে মানুষ কি তা মানছে?
-
করোনার আবহেই বর্ষবরণে মেতে কলকাতা
ঘরে তৈরি ওয়াইন
বছরের এই সময়ে বো ব্যারাকে তৈরি হয় ঘরে তৈরি ওয়াইন। অ্যাংলো ইন্ডিয়ানরা সারা বছর ধরে বাড়িতে এই ওয়াইন তৈরি করেন। সাধারণ মানুষ এভাবেই তাদের কাছ থেকে সেই ওয়াইন কেনেন।
-
করোনার আবহেই বর্ষবরণে মেতে কলকাতা
জনজোয়ার
২৫ ডিসেম্বর বো ব্যারাকের ভিড়। বর্ষবরণের রাতে এমন ভিড় হবে না তো?
লেখক: সত্যজিৎ সাউ (কলকাতা)
অমিতাভ বচ্চনের বাড়ি জলসাতেও করোনা ঢুকেছে। তার ৩১ জন কর্মীর করোনা পরীক্ষা হয়েছিল। তার মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
রাজনৈতিক সভা
কংগ্রেস উত্তরপ্রদেশে সব জনসভা, পথসভা ও অন্য অনুষ্ঠান বাতিল করে দিয়েছে। যোগী আদিত্যনাথও তার নয়ডার অনুষ্ঠান বাতিল করেছেন। তবে বিজেপি ও অখিলেশ নির্বাচনী প্রচার পুরোপুরি বন্ধ করছে কি না তা এখনো জানায়নি।
পশ্চিমবঙ্গের অবস্থা
কলকাতা সহ পশ্চিমবঙ্গেও করোনা দ্রুত ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় নয় হাজার ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৬ জন। কলকাতায় যেভাবে বড়দিন, বর্ষশেষ ও বর্ষবরণে লাখো মানুষ রাস্তায় নেমেছিলেন, তাতে করোনা আরো বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।
রাজ্য সরকার ইতিমধ্যেই একগুচ্ছ কড়াকড়ি আরোপ করেছে। আরো কিছু ঘোষণা হতে পারে বলে সূত্র জানাচ্ছে।
জিএইচ/এসজি (পিটিআই, এনআই)