কমা দূরস্থান, ভারতে করোনা আবার ভয়ংকর চেহারা নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৭ হাজার ৪১৭ জন। আগের দিনের তুলনায় প্রায় ৫০ হাজার বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত ৪৬ হাজারের বেশি মানুষ। দিল্লিতে ২৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। দিল্লির লাগোয়া উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদে করোনা দ্রুত ছড়াচ্ছে।
ভারতজুড়ে ছবিটা কমবেশি একই। করোনার বাড়বাড়ন্তের ছবি। প্রতিটি রাজ্যেই কড়াকড়ি চালু হয়েছে। প্রায় সব বড় শহরেই রাতের কার্ফিউ জারি করা হয়েছে। মহারাষ্ট্র সরকার জানিয়ে দিয়েছে, কড়াকড়ি আগের মতোই বহাল থাকবে। পুনেতে আবার করোনা শিবির খোলা হয়েছে। মুম্বইতে যারা হাসপাতালে ভর্তি, তাদের অধিকাংশই দুই ডোজ টিকা নেননি বলে সমীক্ষা জানাচ্ছে।
-
করোনাকালে কলকাতার দৃষ্টিনন্দন গ্রাফিটি
বাংলার বাঘ
ফুলবাগান মেট্রো স্টেশনের পাশে ব্যস্ত রাস্তার ধারে একটি গর্জনরত রয়েল বেঙ্গল টাইগারের গ্রাফিটি।
-
করোনাকালে কলকাতার দৃষ্টিনন্দন গ্রাফিটি
করোনা নিয়ে
সি.আই.টি রোডের দেওয়াল-ছবিতে উঠে এসেছে করোনা। করোনাকালে এভাবে মানুষকে সচেতন করতে চাওয়া হয়েছে। সেইসঙ্গে এই আশার কথাও শোনানো হয়েছে যে, এমন একটা সময় আসবে যখন বিশ্বে আর করোনা থাকবে না।
-
করোনাকালে কলকাতার দৃষ্টিনন্দন গ্রাফিটি
নারীদের বার্তা
রাউডন স্ট্রিটে মেয়েদের স্কুলের সামনে নারী অধিকররক্ষার বার্তা। গ্রাফিটিতে দেয়া হয়েছে শিকল ভাঙার ডাক।
-
করোনাকালে কলকাতার দৃষ্টিনন্দন গ্রাফিটি
ধারণা বদলের দাবি
মেয়েদের প্রতি ধারণা বদলের দাবি করা হয়েছে গ্রাফিটিতে। দাবি করা হয়েছে পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বদলের।
-
করোনাকালে কলকাতার দৃষ্টিনন্দন গ্রাফিটি
নারী স্বধীনতার কথা
গ্রাফিটিতে উঠে এসেছে নারী স্বাধীনতার কথাও। অত্যন্ত প্রাসঙ্গিক এই বিষয়টি গ্রাফিটিতে তুলে ধরে মানুষকে সচেতন করতে চাওয়া হয়েছে।
-
করোনাকালে কলকাতার দৃষ্টিনন্দন গ্রাফিটি
আছেন দেবী দুর্গাও
নিউটাউনের সাবওয়েতে এভাবেই এসেছে দেবী দুর্গার ছবি।
-
করোনাকালে কলকাতার দৃষ্টিনন্দন গ্রাফিটি
সুভাষচন্দ্র বসুও আছেন
নিউটাউনের দেওয়াল-ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির ছবিও ঠাঁই পেয়েছে। এই মূর্তিটা আছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। দেশপ্রেমিকের এই মূর্তির ছবিই উঠে এসেছে গ্রাফিটিতে। নেতাজি সুভাষচন্দ্র যে এখনো কলকাতার হৃদয়ে আছেন, তা বোঝা যাচ্ছে এই গ্রাফিটি থেকে।
-
করোনাকালে কলকাতার দৃষ্টিনন্দন গ্রাফিটি
আছেন সত্যজিৎ রায়
গ্রাফিটিতে অবশ্যই আছেন সত্যজিৎ রায়। কলকাতার দেওয়াল-ছবিতে এই বিশ্ববন্দিত অস্কার বিজয়ী পরিচালক থাকবেন না তা কি হয়! বিশেষ করে তার জন্মশতবর্ষে। তাই গ্রাফিটিতে আছেন কলকাতার গর্ব সত্যজিৎ রায়।
-
করোনাকালে কলকাতার দৃষ্টিনন্দন গ্রাফিটি
বন্ধুত্বের বার্তা
কলকাতায় জার্মান কনসুলেট অফিসের দেওয়ালে ভারত-জার্মান বন্ধুত্বের বার্তা।
-
করোনাকালে কলকাতার দৃষ্টিনন্দন গ্রাফিটি
মজার ছবি
কনসুলেটের দেওয়ালেই রয়েছে মজার গ্রাফিটি।
-
করোনাকালে কলকাতার দৃষ্টিনন্দন গ্রাফিটি
ব্যায়ামচর্চার গ্রাফিটি
হাটখোলায় সরু গলিতেও গ্রাফিটি। ব্যায়ামচর্চার। পুরনো কলকাতার এই এলাকায় ব্যায়াম ও কুস্তির চর্চা হয় দীর্ঘদিন ধরে। বিখ্যাত কুস্তিগির গোবর গোহ শোভাবাজার এলাকায় কলকাতার প্রথম কুস্তির আখড়া স্থাপন করেন।
লেখক: সত্যজিৎ সাউ (কলকাতা)
রাজধানীর ছবি
দিল্লিতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া সব বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন। সপ্তাহান্তের কার্ফিউ বহাল আছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা না কমা পর্যন্ত কড়াকড়ি বহাল থাকবে। দিল্লির রাস্তায় গাড়ির পরিমাণ কম। মানুষজনও কম বেরোচ্ছেন। রাস্তায় হোম ডেলিভারির সঙ্গে যুক্তদেরই বেশি দেখা যাচ্ছে। দিল্লিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ, রেস্তোরাঁতে হোম ডেলিভারি ছাড়া বসে খাওয়া বন্ধ, বন্ধ করে দেয়া হয়েছে স্পা, সুইমিং পুল, জিম। বিয়েতে ২০ জনের বেশি আমন্ত্রিত থাকতে পারবেন না। সপ্তাহান্তের কার্ফিউও থাকছে।
-
করোনার মধ্যেই চলছে গঙ্গাসাগরের প্রস্তুতি
বাবুঘাটের অবস্থা
গোটা দেশ থেকে সাধু এবং তীর্থযাত্রীরা গঙ্গাসগারে যাওয়ার জন্য প্রথমে কলকাতায় এসে হাজির হন। গঙ্গার ধারে বাবুঘাটে তৈরি হয় ট্রানসিট ক্যাম্প। এবারেও তৈরি হয়েছে তেমন ক্যাম্প।
-
করোনার মধ্যেই চলছে গঙ্গাসাগরের প্রস্তুতি
ছিলিমে টান
কলকাতায় করোনা বাড়ছে লাফিয়ে। তাতে কী? মাস্ক থুতনিতে লাগিয়ে ছিলিমে টান মারছেন সাধুরা। করোনাকে তারা পাত্তাও দেন না।
-
করোনার মধ্যেই চলছে গঙ্গাসাগরের প্রস্তুতি
ময়দানের ভিড়
ময়দানে এভাবেই তৈরি হয়েছে ট্রানসিট ক্যাম্প। সামাজিক দূরত্ববিধি প্রায় কেউই মানছেন না। সকলের মুখে মাস্কও নেই।
-
করোনার মধ্যেই চলছে গঙ্গাসাগরের প্রস্তুতি
কোভিড ক্যাম্প
প্রশাসন অবশ্য অস্থায়ী কোভিড শিবির তৈরি করেছে। সেখানে নিয়মিত তীর্থযাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে।
-
করোনার মধ্যেই চলছে গঙ্গাসাগরের প্রস্তুতি
পরিচ্ছন্নতায় গুরুত্ব
কলকাতা পুরসভা বহু কর্মী নিয়োগ করেছে বাবুঘাট অঞ্চলে। গোটা এলাকায় এভাবেই পরিচ্ছন্নতার অভিযান চলছে। সময় সময় বদলানো হচ্ছে ওয়েস্ট বিন।
-
করোনার মধ্যেই চলছে গঙ্গাসাগরের প্রস্তুতি
পুলিশের তৎপরতা
এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। মাস্ক ছাড়া ঘুরলেই পুলিশ ধরছে। মাস্ক পরতে বাধ্য করা হচ্ছে।
-
করোনার মধ্যেই চলছে গঙ্গাসাগরের প্রস্তুতি
কেন মেলা
হাইকোর্টের নির্দেশের পরেও প্রশ্ন উঠছে, কেন কোভিডের তৃতীয় ঢেউয়ের মধ্যে মেলার অনুমতি দেওয়া হলো। এর ফলে কোভিড সংক্রমণ আরো বাড়বে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।
মমতার আবেদন
কলকাতা-সহ পশ্চিমবঙ্গেও করোনা অত্যন্ত দ্রুতগতিতে ছড়াচ্ছে। এরমধ্যেই শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, সাধু-সহ তীর্থযাত্রীদের কাছে সাবধানতা অবলম্বনের আবেদন করেছেন। জানিয়েছেন, করোনা দ্রুত ছড়াচ্ছে। মমতা বলেছেন, ''আমার যা করার তা আমি করব। কিন্তু করোনা পরিস্থিতি আমার হাতে নেই।''
রেলেও নতুন নির্দেশিকা
করোনা বাড়তে থাকায় নতুন নির্দেশিকা জারি করেছে রেলমন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, মাস্ক ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেয়া হবে না। যাত্রীদের বারবার হাত স্যানিটাইজ করতে হবে। রেলের সব কর্মীকে বুস্টার ডোজ দেয়া হবে। করোনা রোগীর জরুরি চিকিৎসার ব্যবস্থাও স্টেশনে থাকবে।
জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)