ব্যবসা-বাণিজ্যভারত
ভারতে অ্যাপল স্টোর চালু হচ্ছে
৬ এপ্রিল ২০২৩
বিজ্ঞাপন
২০২০ সালে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় স্মার্টফোন বাজার ভারতে অনলাইন রিটেল স্টোর চালু করেছিল অ্যাপল৷
তবে উচ্চমূল্যের কারণে ভারতের স্মার্টফোন বাজারের মাত্র তিন শতাংশ অ্যাপলের দখলে আছে৷
অ্যামাজন, মার্কিন রিটেল চেইন ওয়ালমার্টের ফ্লিপকার্টসহ আরও কয়েকটি রিসেলারের মাধ্যমে ভারতে অ্যাপল পণ্য বিক্রি হচ্ছে৷
অ্যাপলের আইফোন প্রস্তুতকারী কোম্পানি তাইওয়ানের ‘ফক্সকন' ও ‘উইস্ট্রন কর্পোরেশন' আইফোন অ্যাসেম্বলের কিছু কাজ ভারতে করে থাকে৷ এছাড়া আইপ্যাড ও এয়ারপড অ্যাসেম্বলের কিছু কাজ ভারতে করার পরিকল্পনা করছে অ্যাপল৷
অ্যাপল নিয়ে ২০১৬ সালের একটি গ্যালারি দেখতে পারেন এখানে :
জেডএইচ/কেএম (রয়টার্স)