ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি আটক
১২ আগস্ট ২০২৪বিজ্ঞাপন
রোববার পর্যন্ত অনুপ্রবেশের সময় ১১ বাংলাদেশি আটক হয়েছে বলে জানিয়েছে বিএসএফ৷ সংবাদ সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন বিএসএফের ডিআইজি অমিত কুমার ত্যাগী৷ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে চার বাংলাদেশি মুসলিম নাগরিকের নাম উল্লেখ করে লিখেছেন, তারা করিমগঞ্জ দিয়ে আসামে প্রবেশের চেষ্টা করার সময় বিএসএফের হাতে আটক হয়েছে৷ সীমান্ত পুলিশ এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে৷
গত এক সপ্তাহে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার দুইশ' ঘটনার কথা জানিয়েছে বিভিন্ন অধিকার সংস্থা৷ সেখানে খ্রিস্টান ও বৌদ্ধদের উপর হামলারও উল্লেখ রয়েছে৷
তবে সোমবার থেকে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার নাটকীয় উন্নতি হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি৷ এর কারণ হিসেবে পুলিশ সদস্যদের কাজে ফেরার কথা উল্লেখ করেছে তারা৷
এপিবি/এসিবি (এএফপি)