1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের কূটনীতিককে ডেকে পাঠালো পাকিস্তান

২৮ এপ্রিল ২০২০

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের হামলায় এক নারী নিহত ও আট বছরের এক শিশুর আহত হওয়ার প্রতিবাদ জানাতে ভারতের এক কূটনীতিককে সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়৷

https://p.dw.com/p/3bVco
ছবি: Getty Images/AFP/J. Samad

পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তের কাছে অবস্থিত জনদ্রোত ও খুইরাত্তা গ্রামে মর্টার ও গোলা নিক্ষেপ করেছে ভারতীয় বাহিনী৷ তাদের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের ‘ইচ্ছাকৃতভাবে লক্ষ্য’ বানানোর অভিযোগও এনেছে পাকিস্তানি বাহিনী৷ 

ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি৷

পাকিস্তানি কাশ্মীরের শীর্ষ আঞ্চলিক কর্মকর্তা সরদার মাসুদ খান বলছেন, করোনা মহামারি শুরুর পর ঐ এলাকায় ভারতীয় বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের মাত্রা বেড়েছে৷ 

উচ্চগতির ইন্টারনেটে নিষেধাজ্ঞা বাড়লো

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে উচ্চগতির ফোর-জি মোবাইল ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা ১১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে৷ 

‘সন্ত্রাসী হামলা’ বাড়ার অভিযোগ দেখিয়ে সোমবার এই সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷

গতবছরের আগস্ট মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল৷ গতমাসে তা খুলে দেয়া হলেও মানুষ এখন শুধু ধীরগতির টু-জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন৷ ফলে চিকিৎসক ও শিক্ষার্থীরা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করছেন৷ 

বিশেষ করে করোনার কারণে অনলাইনে আয়োজিত ওয়েবিনারে অংশ নিতে সমস্যা হচ্ছে বলে সম্প্রতি ডয়চে ভেলেকে জানিয়েছিলেন চিকিৎসকরা৷ ধীরগতির কারণে শিক্ষার্থীদেরও অনলাইন ক্লাসে অংশ নিতে সমস্যা হচ্ছে৷

তবে কর্তৃপক্ষের দাবি, ‘উত্তেজক ভিডিও’ আপলোড, ডাউনলোড ও ছড়ানো প্রতিরোধে উচ্চগতির ইন্টারনেট বন্ধ রাখা প্রয়োজন৷

ধারভি ভাইড, এপি/জেডএইচ 

গত বছরের আগস্টের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান