1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় ভ্যাকসিনকে অনুমোদন না দিলে পাল্টা ব্যবস্থা

১ জুলাই ২০২১

এতদিন ধরে অনুরোধ করছিল ভারত। এবার কার্যত হুমকি দিল। কোভিশিল্ড এবং কোভ্যাকসিনকে ইইউ-র স্বীকৃতি দেয়া নিয়ে।

https://p.dw.com/p/3vqVD
ভারতের দুইটি ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি ইইউ। ছবি: Sumit Saraswat/Pacific Press/picture alliance

ইইউ-র সঙ্গে সংঘাতের পথেই গেল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে, ভারত জানিয়ে দিয়েছে, কোভিশিল্ড ও কোভ্যাকসিনকে ইইউ স্বীকৃতি না দিলে ভারতও পাল্টা ব্যবস্থা নেবে। ইইউ থেকে কেউ ভারতে এলে তখন বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে। ইইউ-কে ভারত জানিয়ে দিয়েছে, তাদের ভ্যাকসিনেশন পাসপোর্টে কোভিশিল্ড ও কোভ্যাকসিনকেও ঢোকাতে হবে।

ইইউ যে গ্রিন পাস স্কিম নিয়েছে, তাতে কোভিশিল্ড বা কোভ্যাকসিন নিয়ে কেউ সেখানে যেতে পারবে না। কারণ, তাদের তালিকায় এই দুই ভ্যাকসিন নেই। সেখানে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসনের নাম আছে। কোভিশিল্ড হলো অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় সংস্করণ, কিন্তু তাদের নাম তালিকায় রাখা হয়নি। ইইউ-র দেশগুলি ইউরোপীয়ান মেডিসিন এজেন্সির অনুমোদন করা টিকাকেই মান্যতা দেয়।

গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিয়ে ইইউ-র কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ভ্যাকসিনেশন পাসপোর্টে দুই ভারতীয় ভ্যাকসিনকে ঢোকানো নিয়ে কথা হয়েছে। জয়শঙ্কর টুইট করে বলেছেন, ''কোভিশিল্ডকে মান্যতা দেয়া নিয়ে কথা হয়েছে। এর ফলো আপও করব।''

ঘটনা হলো, কোভিশিল্ড ও কোভ্যাকসিন নিয়ে ইউরোপের দেশে ভারতীয়দের প্রবেশের ক্ষেত্রে অসুবিধা হবে। অনুমোদন না থাকলে ইউরোপের দেশগুলি কোভিশিল্ড আমদানিও করতে পারবে না। তাই ভারত শেষ পর্যন্ত ইউরোপের দেশের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। 

জিএইচ/এসজি(পিটিআই, এনডিটিভি)