ভবিষ্যতের বাসস্থান নিজেই ভাববে... | অন্বেষণ | DW | 22.06.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

অন্বেষণ

ভবিষ্যতের বাসস্থান নিজেই ভাববে...

কিচেনে হাইটেক: রান্নার পন্থা বাতলে দেবে ডিজিটাল মেশিন৷ তারপর বাড়ির কর্তার সঙ্গে মেমরি খেলতে বসবে আরেক রোবোট৷ এ যুগের মানুষের বিচ্ছিন্নতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আগামী যুগের কনেক্টিভিটি!

দেখলে মনে হবে যেন এক টুকরো কার্পেট, কিন্তু আসলে ‘হাইটেক'৷ সেন্সর লাগানো এই ধরনের ‘ম্যাট' এই ল্যাবোরেটরি তথা ফ্ল্যাটটির সর্বত্র পাতা আছে৷ এছাড়া লুকনো ‘মাইক্রোফোন' আর ‘মোশান ডিটেক্টর'৷ এই সব দিয়ে ফ্ল্যাটের অধিবাসীদের স্বভাব আর আচার-আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে৷ এ ভাবেই নাকি বিজ্ঞানীরা প্রযুক্তির মাধ্যমে তাদের সাহায্য করতে পারবেন: যেমন রান্না করার সময়! বিলেফেল্ড-এর সাইটেক ইউনিভার্সিটির গেরেয়ন ব্যুশার বলেন, ‘‘ধরুন এই ঠান্ডা ফলের সুপ৷ এটাকে না ছুঁয়েই বোঝা যাবে, এটা নিশ্চয় এখন তৈরি, এটাকে আরো দশ মিনিট ফেটানোর কোনো প্রয়োজন নেই৷''

চালাকির রান্না

পরে এই রান্নার ‘জিন' রেসিপি বাতলে দেবে, অথবা সাবধান করে দেবে যে, রান্না পুড়ে যেতে চলেছে! এর বিশেষত্বটা হলো: এ প্রযুক্তি তার মক্কেলকে চেনে এবং সব সময়েই সেই মক্কেল সম্পর্কে নতুন কিছু শিখছে৷ সাইটেক ইউনিভার্সিটির সমন্বয়কারী প্রফেসর হেলগে রিটার বলেন, ‘‘আগামীর কিচেন-কে জানতে হবে, আমি কী খেতে ভালোবাসি এবং কী খেলে আমার ভালো হয় – কিন্তু আমার ওপর ওপরচালাকি করার চেষ্টা করবে না; আমি যা রাঁধতে ভালোবাসি, তা বদলানোর চেষ্টা করবে না; বরং আমার এবং আমার পরিবারের পক্ষে যা ভালো, তাই রান্না করতে উৎসাহ দেবে৷''

জার্মানির ‘মিলে' কোম্পানির ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, ভ্যাকুয়াম ক্লিনার ইত্যাদি তৈরিতে বিশ্বজোড়া নাম৷ ইতিমধ্যেই তাদের প্রতি দশটি মেশিনের মধ্যে একটিতে নানা ধরনের ডিজিটাল ফাংশন থাকে, যেমন স্মার্টফোন দিয়ে মেশিন চালানো৷ তবে ‘মিলে' এবার চায়, যাতে ভবিষ্যতে কথা বলে কিংবা হাত নেড়ে তাদের মেশিন চালানো যায়৷

‘মিলে' কোম্পানির এডুয়ার্ড জাইলার জানান, ‘‘গ্রাহকের মনে হবে, তিনি এমন কারোর সঙ্গে কথা বলছেন, যে বুদ্ধিমানের মতো জিনিসগুলো বুঝতে পারে৷ যেখানে সব সময় মেনু ঘেঁটে দেখতে হয় না, কী করে এটা করতে হয়, ওটা করতে হয়৷ বরং যেন কোনো সাথির সঙ্গে কথা বলা যায়৷''

যান্ত্রিক সহচর

ভবিষ্যতের রোবোটরাও ঐ রকম সাথির মতো হবে৷ বিলেফেল্ড-এর গবেষকরা তাদের স্পর্শের অনুভূতি বাড়াতে চান, যাতে ঐ রোবোটরা এক গ্লাস জল এনে দিতে পারে কিংবা হ্যান্ডশেক করতে পারে৷ প্রফেসর রিটার বলেন, ‘‘আমাদের ইচ্ছা হলো যে, এই প্রযুক্তির ফলে আমি যেন একটু বয়স হওয়ার পরে, পরের সাহায্যের উপর নির্ভরশীল হয়ে যাওয়ার পরেও আমার নিজের ফ্ল্যাটেই থাকতে পারি৷''

রোবট বলছে, ‘‘সেকেন্ড রো-তে এবার কার্ডটা খোলো!''

ফ্লোবি-র মতো একটি সার্ভিস রোবোট ‘মেমরি' খেলতে পারে তো বটেই, এমনকি তার উচ্চাকাঙ্ক্ষারও কমতি নেই...

শেষে সে বললো, ‘‘আবার আমি জিতলাম! এবার তোমাকে একটু নড়েচড়ে বসতে হবে...''

নির্বাচিত প্রতিবেদন

ইন্টারনেট লিংক

বিজ্ঞাপন