1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড় বিমান বাঁচলো বড় বিপদ থেকে

৬ অক্টোবর ২০১৭

জার্মানিতে বৃহস্পতিবার ঝড়ে অন্তত সাত ব্যক্তি মারা গেছেন৷ তীব্র বাতাসে একটি বিমান অবতরণের সময় প্রায় ছিটকে যাচ্ছিল রানওয়ে থেকে৷ সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল৷

https://p.dw.com/p/2lOBN
ছবি: picture alliance/dpa/T.Scholz

দৈত্যাকার এয়ারবাস ৩৮০ বিমান হিসেবে বেশ নিরাপদ বলেই পরিচিত৷ এমিরেটসসহ নানা এয়ারলাইন্স তাই এই বিমানে দূরপাল্লার যাত্রী বহন করছেন নিরাপদেই৷ কিন্তু সেই বিমান অবতরণ করতে গিয়ে যে এই দশা হবে কে ভেবেছিল?

ঘটনা বৃহস্পতিবারের৷ জাভিয়ার ঝড়ের কারণে উত্তর জার্মানিতে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল এবং বিলম্ব হয়৷ আর তার কারণ বুঝতে এ৩৮০'র এই ভিডিওটি যথেষ্ট৷ এতে দেখা যায়, দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইট ড্যুসেলডর্ফ বিমানবন্দরে অবতরণ করছে৷ কিন্তু এটি রানওয়ে স্পর্শ করার মুহূর্তে প্রথমে বামে এবং পরে ডানদিকে বেশ খানিকটা ঘুরে যায়৷ দেখে মনে হচ্ছিল, এই বুঝি বিমানটি রানওয়ে থেকে ছিটকে যাবে৷ কিন্তু ভাগ্য ভালো যে, পাইলট সেটি নিয়ন্ত্রণ করতে পেরেছেন৷

প্লেনস্পটার হিসেবে পরিচিত মার্টিন বজডান এয়ারবাসের এই অবতরণ রেকর্ড করেন৷ গত কয়েকবছর ধরেই বিমানের উড্ডয়ন অবতরণের ভিডিও রেকর্ড করে ইউটিউবে প্রকাশ করছিলেন তিনি৷ তবে গতকালের মতো এমন অবস্থা তিনি আগে দেখেননি বলে জানিয়েছেন৷ পাশাপাশি, বিমানটি নিয়ন্ত্রণে সক্ষম হওয়ায় পাইলটদের প্রশংসাও করেছেন তিনি৷

এআই/এসিবি