ব্লুটাং এড়াতে: মাদ্রিদে ভেড়ার পালের যাত্রা স্থগিত
১৮ অক্টোবর ২০২৪রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মাদ্রিদের শত বছরের ভেড়ার পালের ঐতিহ্যবাহী যাত্রা৷ কিন্তু গত বৃহস্পতিবার সরকার চলতি বছরের আয়োজনটি না করার সিদ্ধান্ত নেয়৷ কারণ হিসেবে বলা হয়, ব্লুটাং ভাইরাস প্রাদুর্ভাব ঘটতে পারে, এমন আশঙ্কা থেকে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷
পোকামাকড় থেকে ছড়িয়ে পড়া ব্লুটাং ভাইরাস গৃহপালিত প্রাণী, যেমন গরু, ছাগল এবং ভেড়ার জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে৷ স্পেনের বিভিন্ন অঞ্চলে ভাইরাসটির বিভিন্ন ভ্যারিয়েন্ট এরই মধ্যে ধরা পড়েছে৷
মাদ্রিদে অঞ্চলে কোনো ভ্যারিয়েন্ট ধরা না পড়লেও সতর্কতার অংশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে সরকার৷
মাদ্রিদের আঞ্চলিক সরকারের কৃষি বিভাগের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আমরা এমন একটি এলাকায় আছি, যেখানে গবাদিপশুর ভিড় নিয়ন্ত্রণ করতে হবে৷''
উল্লেখ্য, মাদ্রিদে প্রতি বছর একবার ভেড়ার পালের এই যাত্রার আয়োজন করা হয়৷ ফিয়েস্তা দে লা ত্রাসুমানসি নামে বাৎসরিক এই আয়োজনটিতে মাদ্রিদের ঐতাহাসিক রাস্তা ধরে ভেড়ার পাল নিয়ে যাওয়া হয়৷ রাস্তাটি অষ্টম শতক থেকে ব্যবহার হওয়া একটা পথ, যেখান দিয়ে পালকেরা তাদের ভেড়া নিয়ে যেতেন৷ পরে উনিশ শতকে হারিয়ে যায় ঐতিহ্যটি৷ সর্বশেষ তিন দশক আগে স্পেন কর্তকৃপক্ষ আবার এটি চালু করে৷
আরআর/এসিবি (রয়টার্স)
২০১৮ সালের এই ছবিঘরটি দেখুন: