1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগার, মাহমুদুরের মুক্তি চায় এইচআরডাব্লিউ

জাহিদুল হক
১৬ এপ্রিল ২০১৩

আটক চার ব্লগার ও ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করে তাদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ৷

https://p.dw.com/p/18Gbq

শান্তিপূর্ণভাবে স্বাধীন মত প্রকাশ করায় এই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি৷

‘‘গণমাধ্যম ও ব্লগোস্ফিয়ারের শান্তিপূর্ণ সমালোচকদের গ্রেপ্তার করে সরকার বাক স্বাধীনতার অঙ্গীকার থেকে দূরে সরে আসছে,'' বলেন এইচআরডাব্লিউ'র এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস৷

Brad Adams Human Right Watch Archivbild 2006
ব্র্যাড অ্যাডামসছবি: AP

তাঁর মতে, ‘‘বাংলাদেশি নাগরিকদের মত প্রকাশের অধিকার পাওয়া উচিত এবং সরকারের উচিত আইনের শাসনের মাধ্যমে তা নিশ্চিত করা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত হয়ে গ্রেপ্তার করা নয়৷''

এইচআরডাব্লিউ'র এই কর্মকর্তা আটক ব্লগারদের ‘রাজনৈতিক বন্দি' উল্লেখ করে বলেন, ‘‘ধর্মীয় স্বাধীনতা বলতে কোনো ধর্মে বিশ্বাস না করা ও তা নিয়ে মত প্রকাশের স্বাধীনতাকেও বোঝায়৷''

এর আগে প্যারিস ভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আটক ব্লগার আসিফের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছিল৷

মাহমুদুর রহমানের গ্রেপ্তার প্রসঙ্গে অ্যাডামস বলছেন, ‘‘সরকারকে অস্বস্তিতে ফেলার প্রতিবেদন প্রকাশ করায় পত্রিকার সম্পাদক গ্রেপ্তার ও তার প্রকাশনা বন্ধ করে দেয়ার মানে হচ্ছে, যারা যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার সমালোচক তাদের মুখ বন্ধ করা৷'' তিনি বলেন, পত্রিকার প্রতিবেদনে সরকার এতটাই অস্বস্তিতে পড়েছিল যে যুদ্ধাপরাধ আদালতের প্রধানকে পদত্যাগ করতে হয়েছে৷ ‘‘নতুনভাবে বিচার শুরু না করে সরকার স্বৈরতান্ত্রিক কৌশল অবলম্বন ও বিরোধীদের শাস্তি দিচ্ছে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

প্রতীকী ফাইল ফটো

জেসমিনের পরিবারের কোনো দাবি নেই, মামলাও করবে না

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ
প্রথম পাতায় যান