1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিসবেনে ক্লাইস্টার্স এবং এনা দুজনেই কোর্টে ফিরছেন

৪ জানুয়ারি ২০১০

বেলজিয়ামের এই দুই প্রাক্তন তারকার একযোগে প্রত্যাবর্তন এ’বছর মহিলাদের এটিপি ট্যুরকে সরগরম করে রাখবে৷ রবিবারেই কিম ক্লাইস্টার্স ইটালির তাথিয়ানা গার্বিনকে হারান৷ সোমবার রাশিয়ার নাদিয়া পেত্রোভা পড়ছেন জুস্তিন এনা’র মুখে৷

https://p.dw.com/p/LJOD
কন্যা ইয়াডার সঙ্গে কিম ক্লাইস্টার্স (ফাইল ফটো)ছবি: AP

একজনের বয়স আজ ২৬, অন্যজনের ২৭৷ ক্লাইস্টার্স পরিভাষায় যাকে বলে কিনা ‘অবসর নেন’ ২০০৭ সালের মে মাসে৷ তার ঠিক এক বছর পরে অবসর নেন তাঁর স্বদেশবাসী এবং তীব্রতম প্রতিদ্বন্দ্বী এনা৷ আবার টেনিসে ফেরার বেলাতেও তাই৷ ক্লাইস্টার্স গতবছর মাত্র চারটি টুর্নামেন্টে খেললেও, ইউএস ওপেন জিতে চমক লাগিয়ে দেন৷ তার পর পরই সেপ্টেম্বরে এনাকে বলতে শোনা যায় যে, তিনিও ফিরছেন৷ এবং বছরের শুরুতেই এই দুই অসাধারণ মহিলা টেনিস খেলোয়াড়দের একসঙ্গে দেখা যাচ্ছে ব্রিসবেন ইন্টারন্যাশনালে৷ এর চাইতে ভালো সূচনা হতেই পারে না৷

রবিবার ক্লাইস্টার্স প্রথম রাউন্ডে গার্বিনকে হারান মাত্র ৫৩ মিনিটে, ৬-২, ৬-১ গেমে৷ তাঁর গ্রাউন্ডস্ট্রোকস, এবং বিশেষ করে ফোরহ্যান্ড গার্বিনকে দুটি কর্নারে আটকে রাখে৷ ওদিকে পেত্রোভা টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই এবং এনা ওয়াইল্ড কার্ড হলেও, প্রথম রাউন্ডে এরকম শক্ত প্রতিপক্ষ পেয়ে পেত্রোভা বেজার - কেননা তিনি এনার কাছে এযাবৎ ১১ বার হেরেছেন এবং মাত্র দু’বার জিতেছেন৷ অবশ্য সাতটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব এবং সাকুল্যে ৪১টি ডাবলিউটিএ খেতাবধারী এই জুস্তিন এনা, সব মিলিয়ে ১১৭ সপ্তাহ ধরে বিশ্বের পয়লা ছিলেন৷ এখন আবার বলছেন, আগের চেয়েও নাকি ভালো খেলবেন, অনেক বেশী স্বচ্ছন্দভাবে খেলবেন৷ তাঁকে ভয় না করে উপায় আছে?

তবে হ্যাঁ, ক্লাইস্টারের ম্যানেজার বলেছেন, ব্রিসবেনে এই নতুন মায়ের জন্য সবচেয়ে জরুরী কাজ হল নাকি তাঁর মেয়ে ইয়াডা’কে কোয়ালা ভাল্লুক দেখানো৷ দেখা যাচ্ছে, এক টেনিস কোর্টে ছাড়া বেলজিয়ামের এই ‘কামব্যাক কুইনদের’ ভয় করার কোনো কারণ নেই৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: রিয়াজুল ইসলাম