1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনে ফিরতে পারবেন সেই শামিমা

১৬ জুলাই ২০২০

ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হওয়া আইএস যোদ্ধার পত্নী শামিমা বেগম ব্রিটেনে ফিরতে পারবেন৷ তাকে দেশটিতে গিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানানোর সুযোগ দেয়া উচিত বলে রায় দিয়েছে আদালত৷

https://p.dw.com/p/3fPoA
ছবি: Reuters/L. Lean

বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগম পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির ছাত্রী ছিলেন৷ ২০১৫ সালে দুই বান্ধবীকে নিয়ে তিনি যুক্তরাজ্য থেকে সিরিয়ায় চলে যান৷ সেখানে ডাচ বংশোদ্ভূত আইএস জঙ্গি ইয়াগো রিদাইককে বিয়ে করেন৷ সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে গত বছরই যুক্তরাজ্য সরকার শামিমার নাগরিকত্ব বাতিল করে

এক বৃটিশ সাংবাদিক গত বছরের ফেব্রুয়ারিতে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে শামীমার সাথে কথা বলেন৷ সাক্ষাৎকারে শামিমা যুক্তরাজ্যে ফেরার আগ্রহের কথা জানান৷

কিন্তু ব্রিটেনের সরকার বলে আসছে, শামিমা জন্মগতভাবে বাংলাদেশি নাগরিক এবং সে সেখানে চলে যেতে পারে৷ এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন করেন শামিমা৷ তিনি অন্য কোনো দেশের নাগরিক নন এবং সরকারের সিদ্ধান্তে রাষ্ট্রহীন হয়ে পড়েছেন বলে আদালতকে অবহিত করেন তার আইনজীবী৷  

বৃহস্পতিবারের রায়ে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানানোর জন্য শামিমাকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেয়া উচিত৷ সেই সঙ্গে তিনি ব্রিটেনে ফিরলে জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে৷

তার আইনজীবী ড্যানিয়েল ফার্নার এক বিবৃতিতে জানিয়েছেন, শামিমা ব্রিটিশ বিচারের মুখোমুখি হতে ভয় পায় না এবং এই রায়কে তিনি স্বাগত জানান৷ কিন্তু সুযোগ না দিয়ে তার নাগরিকত্ব বাতিল করে দেয়া কোনো ধরনের বিচার হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি৷

এফএস, এসিবি (ডিপিএ, এপি)

১৫ ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...