1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যবসায়ী থেকে রাজনীতিক সাদ হারিরি

২৮ জুন ২০০৯

লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সাদ আল হারিরি৷ ব্যবসায়ী থেকে রাজনীতিক বনে যাওয়া হারিরির সামনে এখন গুরুদায়িত্ব একটি গ্রহণযোগ্য মন্ত্রীসভা গড়ে তোলা৷

https://p.dw.com/p/IcXY
লেবাননের নতুন প্রধানমন্ত্রী সাদ আল হারিরিছবি: AP

রাজনীতিতে আসবেন এমনটা বোধহয় চিন্তা করেননি লেবাননের নতুন প্রধানমন্ত্রী সাদ আল হারিরি৷ কিন্তু ২০০৫ সালে বাবা ও তখনকার জনপ্রিয় প্রধানমন্ত্রী রফিক হারিরি এক বোমা হামলায় নিহত হলে রাজনীতিতে আসতে বাধ্য হন সাদ আল হারিরি৷ যদিও সামনে ছিল বড় ভাই বাহা আল হারিরি, তবে পরিবারের মতে সাদই হলেন বাবা রফিক হারিরির যোগ্য উত্তরসুরী৷ বিগত চার বছরে রাজনীতির নানা অলি-গলি পার হয়ে লেবাননের রাজনীতির মূল ব্যক্তিতে পরিণত হয়েছেন সাদ আল হারিরি৷ শনিবার দেশটির প্রেসিডেন্ট মিশেল সুলাইমান তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন৷ গত ৭ই জুনের নির্বাচনে হারিরির নেতৃত্বাধীন পশ্চিমা সমর্থক জোট পায় ৭১টি আসন, অপরদিকে হিজবুল্লাহ নেতৃত্বাধীন সিরিয়াপন্থী জোট পায় ৫৭টি আসন৷

Libanons Ex-Regierungschef Hariri bei Attentat getötet
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিছবি: AP

সাদ আল হারিরিকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণার পর তাঁর সমর্থকরা রাজধানী বৈরুতে আতসবাজি পুড়িয়ে উৎসব করেছে৷ তাঁদের নেতার সামনে এখন মূল কাজ হলো একটি গ্রহণযোগ্য মন্ত্রীসভা গড়ে তোলা যা সকল মহলের কাছে গ্রহণযোগ্য হবে৷ হারিরি বলেছেন, একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতে সংসদের সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা শুরু করবো, যাতে মন্ত্রীসভায় সকল পক্ষের উপস্থিতি থাকে৷ এর আগে বৃহস্পতিবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেন তিনি৷ সেখানে সরকার গঠন নিয়ে আলোচনা হয় দুই নেতার মধ্যে৷

চার বছর আগে যখন রাজনীতি শুরু করেন সাদ আল হারিরি তখন তাঁর অনভিজ্ঞতা নিয়ে নানা সমালোচনা শুরু হয়৷ কিন্তু ২০০৮ সালের মে মাসে লেবাননকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়ে একটি ঐক্যমত্যের সরকার গঠনে মূল ভূমিকা পালন করেন তিনি৷ ওই সময় ক্ষমতার দ্বন্দ্বে শতাধিক লোকের প্রাণহানি ঘটে৷ শেষ পর্যন্ত সেনা কর্মকর্তা মিশেল সুলাইমানকে প্রেসিডেন্ট ঘোষণা এবং একটি জোট সরকার গঠন করে পরিস্থিতি সামাল দেওয়া হয়৷

সাদ আল হারিরির জন্ম ১৯৭০ সালের ১৮ই এপ্রিল৷ জন্মসূত্রে তিনি কিন্তু সৌদি আরবের নাগরিক৷ ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটি থেকে ব্যবসার ওপর পড়াশোনা শেষ করে বাবা রফিক হারিরির ব্যবসা দেখার দায়িত্ব তুলে নেন৷ লেবাননের ধনকুবের এই পরিবারের মালিকানায় রয়েছে সউদি ইনভেস্টমেন্ট ব্যাংক, সউদি রিসার্চ এন্ড মার্কেটিং গ্রুপ, সউদি ওগের, ফিউচার টেলিভিশনের মত বিশাল সব কোম্পানি৷ ব্যক্তিগতভাবে সাদ আল হারিরি নিজেও একটি রিয়েল এস্টেট কোম্পানির মালিক৷ বিখ্যাত ফর্বস ম্যাগাজিনের বিলিয়নেয়ারের তালিকাতে রয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী