1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যাগে খণ্ডিত লাশ

২১ অক্টোবর ২০১৯

বিস্ফোরক থাকতে পারে এমন সন্দেহে রোববার রাত থেকে একটি ট্রলি ব্যাগ ঘিরে রেখেছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা সোমবার সকালে ব্যাগটি খুলে একটি দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে৷

https://p.dw.com/p/3RcgT
Symbolbild | Sterbehilfe
প্রতীকী ছবিছবি: Colourbox

ময়মনসিংহে শহরে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় ওই যুবকের হাত-পা বিচ্ছিন্ন ছিল জানিয়ে জেলার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, "তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর৷ তাকে হত্যার পর লাশ দ্বিখণ্ডিত করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে৷ আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি৷''

শহরের পাটগুদাম ব্রিজের কাছে রোববার সকাল থেকে লাল রঙের ওই ট্রলি ব্যাগটি পড়ে ছিল৷ ট্রাফিক পুলিশের এক সদস্যের সন্দেহ হলে সন্ধ্যায় তিনি বিষয়টি পুলিশকে জানান৷

এরপর রাত ৮টার দিকে পুলিশ ও র‌্যাব সদস্যরা সেখানে গিয়ে ব্যাগটি ঘিরে অবস্থান নিয়ে আশপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন৷

পরে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সোমবার সকালে ময়মনসিংহে পৌঁছে ব্যাগটি খুলে ভেতরে খণ্ডিত লাশ পান৷

পুলিশ সুপার বলেন, "এটা ঠাণ্ডা মাথার খুন৷ হত্যাকারীদের ধরার জন্য পুলিশ কাজ করছে৷ লাশ ময়নাতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷''

এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য