ফুটবলমরক্কো
বেলজিয়ামের বিদায়, মরক্কো ও ক্রোয়েশিয়া দ্বিতীয় পর্বে
১ ডিসেম্বর ২০২২
বিজ্ঞাপন
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় মরক্কো। চার মিনিটে আফ্রিকার দেশটিকে এগিয়ে নেন হাকিম জিয়াক। ২৩ মিনিটে ইউসেফ নেসিরি গোল করলে গ্রুপ দ্বিতীয় পর্ব খেলা প্রায় নিশ্চিত হয়ে যায় মরক্কোর।
তবে ৪০ মিনিটে কানাডা গোল করে ব্যবধান কমায়। এই হারের ফলে শূন্য হাতে এবারের বিশ্বকাপের আসর শেষ করলো কানাডা।
ক্রোয়েশিয়া ও বেলজিয়াম অনেক আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয়। ফলে প্রথম পর্ব থেকেই বিদায় নিল গতআসরের তৃতীয় স্থান অধিকারী বেলজিয়াম।